ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাপই ভিলিয়ার্সের অনুপ্রেরণা

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ জানুয়ারি ২০১৯

 চাপই ভিলিয়ার্সের অনুপ্রেরণা

স্পোর্টস রিপোর্টার ॥ মহা তারকাদের কাছে থাকে অনেক প্রত্যাশা। সবসময় দারুণ কিছুই করতে হয়। না হলে কোটি কোটি ভক্ত সমর্থকরা হতাশ হয়ে পড়েন। এবি ডি ভিলিয়ার্স বিশ্ব ক্রিকেটের এক মহাতারকা। প্রথমবারের মতো রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ খেলতে এসেছেন তিনি বৃহস্পতিবার। একদিন অনুশীলন করে আজই হয় তো রংপুরের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামবেন এ দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ক্রিকেটার। ভিলিয়ার্স আসার আগ থেকেই তাকে কেন্দ্র করে অনেক প্রত্যাশা জমা হয়েছে দেশের কোটি কোটি ক্রিকেট অনুরাগীর হৃদয়ে। তীর্থের কাক হয়ে সবাই অপেক্ষা করছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’ তকমা পাওয়া ভিলিয়ার্সের ব্যাটিং তা-ব দেখার জন্য। প্রত্যাশার এই চাপ নিয়ে বিপিএলে প্রথমবার খেলতে নামাটা সহজ হবে কী? ভিলিয়ার্স দাবি করলেন প্রত্যাশার চাপ তাকে আরও বেশি অনুপ্রাণিত করে, কিন্তু নিজের কোন উচ্চাকাক্সক্ষা নেই বলেও জানিয়েছেন। রংপুর রাইডার্স এবার টি২০ ক্রিকেটে বিশ্বের সবচেয়ে নামী তিন ক্রিকেটার- ক্রিস গেইল, রাইলি রুশো ও ভিলিয়ার্সকে নিজেদের দলে ভিড়িয়েছে। রুশো দারুণ ফর্মে থাকলেও গেইল এখন পর্যন্ত নিষ্প্রভ। আর শুরু থেকে খেলতে পারেননি ভিলিয়ার্স, এসেছেন সবেমাত্র বৃহস্পতিবার। এসেই যোগ দিয়েছেন রংপুর রাইডার্সের তাঁবুতে। শুক্রবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে রংপুরের ঐচ্ছিক অনুশীলনে বেশ ঘাম ঝরিয়েছেন। ২০ মিনিট ব্যাটিংও করেছেন নেটে। কারণ, টানা ৩ ম্যাচ হার দেখা রংপুর আজ জিততে মরিয়া। ভিলিয়ার্সকে তাই আজ থেকেই দেখা যেতে পারে। গেইল, রুশো ছাড়াও ইংল্যান্ডের এ্যালেক্স হেলস আছেন দলে। এছাড়া রবি বোপারা, বেনি হাওয়েলদের নিয়ে নিয়মিত পারফর্মাররা থাকছেন। তবে ভিলিয়ার্স ঠিকই খেলবেন তার ব্যাটিং শক্তির কারণে। দলে এত জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বহু দর্শকের প্রত্যাশা পূরণ বেশ চ্যালেঞ্জের। এ বিষয়ে ভিলিয়ার্স বলেন, ‘প্রত্যাশার চাপ সব সময় আমাকে ভাল খেলতে অনুপ্রাণিত করে। ক্যারিয়ারের শুরু থেকেই আমাকে চাপ নিয়ে খেলতে হচ্ছে। এটা আমার জন্য নতুন কিছু নয়। একজন ক্রিকেটার প্রতি ম্যাচে পারফর্ম করতে পারবে না, আর এটাই স্বাভাবিক। পারফর্মেন্সের ওঠানামা হবেই। তাই নিজের কাছে কখনও অতিরিক্ত প্রত্যাশা রাখি না।’ এবারের বিপিএলে রান একটু কম হচ্ছে। মন্থর উইকেটে রান করতে বেশ সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদের। এ বিষয়ে প্রোটিয়া তারকা বলেন, ‘উইকেট টার্নিং হলেও আমার কোন সমস্যা নেই। আমি সব সময় টার্নিং উইকেট ব্যাটিং উপভোগ করি। তবে বিপিএলে ভাল উইকেটেও খেলা হচ্ছে। সিলেট সিক্সার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের সর্বশেষ ম্যাচটি আমি দেখেছি। সেই ম্যাচে উইকেট খুব ভাল ছিল। আশা করি, আগামীকালও উইকেট ভাল থাকবে। আমাদের দলটা দুর্দান্ত, ব্যালান্সড। সেরা চারে খেলতে আমি আশাবাদী।’ প্রথমবার বিপিএলে খেলতে এসেছেন। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো সাবেক এ প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘বিপিএলের মাধ্যমে আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হচ্ছে। বাংলাদেশে আসতে আমি পছন্দ করি। যদিও এখানে খুব বেশি আসার সুযোগ হয়নি। বিপিএল প্রতি বছরই বড় হচ্ছে। গ্ল্যামার বাড়ছে। আমি বিপিএল সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি। এই টুর্নামেন্ট অনেকটাই আইপিএলের মতো। সেই টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররা আমাকে জানিয়েছে বিপিএলে খেলার মান ভাল। প্রতিবছরই এই টুর্নামেন্টের শক্তি, মর্যাদা বাড়ছে। আমি এই টুর্নামেন্টে খেলতে পেরে খুবই খুশি।’
×