ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌমিত্রের কণ্ঠে মাসুদ করিমের কবিতা

প্রকাশিত: ০৬:১৩, ১৯ জানুয়ারি ২০১৯

সৌমিত্রের কণ্ঠে  মাসুদ  করিমের কবিতা

স্টাফ রিপোর্টার ॥ প্রকাশিত হলো আবৃত্তির এ্যালবাম ‘মা’। কবি মাসুদ করিমের ১১টি কবিতায় সজ্জিত সঙ্কলনে আবৃত্তি করেছেন ওপার বাংলার প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ব্যতিক্রমী এই এ্যালবামটির মোড়ক উন্মোচন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। শুক্রবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘মা’ এ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি নাসির আহমেদ, অভিনেতা নাদেও চৌধুরী, আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ ডকুমেন্টারি এ্যাসোসিয়েশনের সদস্য সচিব সেহাঙ্গল বিপ্লব, বাংলাদেশ ইকেবানা এ্যাসোসিয়েশনের সভাপতি শাহীনূর বেবী ও কবি মাসুদ করিম। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মাসুদ করিমের কবিতাগুলোর মধ্য থেকে ১১টি কবিতা বাছাই করে এ এ্যালবামে আবৃত্তি করেছেন আমাদের অত্যন্ত আপনজন সুবিখ্যাত সোমিত্র চট্টোপাধ্যায়। তার আবৃত্তি আমার খুব পছন্দ এবং আমি লক্ষ্য করি যে তিনি এখনও আগের মতোই সক্রিয় আছেন। তার কণ্ঠের যে সরসতা ও সতেজতা তা একটুকুও হ্রাস পায়নি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই কবিতাগুলো জীবন পেয়েছে। মাসুদ করিম বলেন, প্রশ্ন জাগতে পারে কেন সৌমিত্র চট্টোপাধ্যায় কণ্ঠ দিলেন? এর একটা সংক্ষিপ্ত ব্যাখা তুলে ধরতে চাই। আমি ২০১৫ সালে সৌমিত্র দা’র জীবন ও কর্মভিত্তিক তথ্যচিত্র ‘কৃষ্ণকলি’ নির্মাণ করি এবং তা দুই বাংলায় আলোচিত হয়। পরের বছর আমি সৌমিত্রদাকে আমার কাব্যগ্রন্থটি দিয়ে নিজের ইচ্ছা প্রকাশ করলাম। যেই কথা সেই কাজ। উনি আমাকে শুধু সেদিন শুধু একটি কথাই বলেছিলেন- ‘দাও তোমার ঋণ কিছুটা আমাকে শোধ করার সুযোগ দাও।’ ‘মা’ আবৃত্তি এ্যালবামটি মাসুদ করিমের ‘প্রতীক্ষা ও ভালোবাসার কবিতা’ কাব্যগ্রন্থ থেকে ১১টি কবিতা নিয়ে সাজানো হয়েছে। ২০১৭ সালে কলকাতায় কবিতাগুলোর রেকডিং হয়। এ্যালবামটি বাংলাদেশ ডকুমেন্টারি ফিল্মমেকার্স এ্যাসোসিয়েশন থেকে প্রকাশ হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে ফিল্মমেকার্স এ্যাসোসিয়েশন থেকে প্রকাশ হয়েছে।
×