ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত আসছেন আজ

প্রকাশিত: ০৭:২১, ১৯ জানুয়ারি ২০১৯

 জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত আসছেন আজ

স্টাফ রিপোর্টার ॥ ছয়দিনের সফরে আজ শনিবার ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশ সফরে আসছেন। থাইল্যান্ডেও রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি। জেনেভার জাতিসংঘ অফিস থেকে এ তথ্য জানিয়ে বলেন, ইয়াং হি লি ১৪ থেকে ১৮ জানুয়ারি থাইল্যান্ড সফর করছেন। থাইল্যান্ড থেকে শনিবার বাংলাদেশ সফরে আসবেন। বাংলাদেশ সফরকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া সরকারী-বেসরকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইয়াং হি লি। জাতিসংঘের এ বিশেষ দূত গতবছরের জুন মাসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সে সময় তিনি থাইল্যান্ডও সফর করেন। বাংলাদেশ সফরের শেষদিন ২৪ জানুয়ারি ইয়াং হি লি সংবাদ সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন। জাতিসংঘ মহাসচিবের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমার সফরে যেতে চাইলেও মিয়ানমার সরকার তাকে সে দেশে প্রবেশের অনুমতি দেয়নি।
×