ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইরানের সশস্ত্র বাহিনীকে বিস্মিত করতে পারবে না আমেরিকা ॥ পুরদাস্তান

প্রকাশিত: ১৯:১৪, ১৯ জানুয়ারি ২০১৯

ইরানের সশস্ত্র বাহিনীকে বিস্মিত করতে পারবে না আমেরিকা  ॥  পুরদাস্তান

অনলাইন ডেস্ক ॥ ইরান বলেছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের টাকায় আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের সাত হাজার সন্ত্রাসীকে আফগানিস্তানে ছেড়ে দেয়া হয়েছে। আর এসব সন্ত্রাসীকে ইরান, চীন ও সিরিয়ার বিরুদ্ধে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমেরিকা। এসব কথা বলেছেন ইরানের সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান। তিনি আজ তেহরানে এক বক্তব্যে বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য আইএস তৈরি করেছে। ইরাকে এই গোষ্ঠীকে লেলিয়ে দিয়ে তাদেরকে ইরান সীমান্তের দিকে ধাবিত করা হয় বলেও জানান তিনি। ইরাকের সাবেক এই সেনা কমান্ডার বলেন, কিন্তু ইরানের সশস্ত্র বাহিনীর রেড লাইন হচ্ছে সীমান্ত অভিমুখী যেকোনো হুমকিকে সীমান্তের বহু দূরে স্তব্ধ করে দেয়া।ইরানের সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান বলেন, জঙ্গি গোষ্ঠী আইএসের ওপর গভীর নজর রেখেছে ইরান এবং তাদেরকে যেখানেই মোতায়েন করা হচ্ছে তেহরান সঙ্গে সঙ্গে তা জেনে যাচ্ছে। জেনারেল পুরদাস্তান বলেন, ইরানের সীমান্তরক্ষীদের প্রধান কর্তব্যই হচ্ছে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে রাখা। তিনি আরো বলেন, মার্কিন জঙ্গিবিমানের পাশাপাশি ভূমধ্যসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধিও ইরানের নজরে রয়েছে। কাজেই আমেরিকা কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে কখনোই ইরানের সশস্ত্র বাহিনীকে বিস্মিত করতে পারবে না। আমেরিকা বর্তমানে সবচেয়ে দুর্বল ও খারাপ পরিস্থিতিতে রয়েছে উল্লেখ করে জেনারেল পুরদাস্তান বলেন, ভিয়েতনাম যুদ্ধ, পারস্য উপসাগরীয় যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আমেরিকা যে অভিজ্ঞতা অর্জন করেছে তাতে দেশটি ইরানের ওপর হামলা করার সাহস দেখাবে না। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গত ১৩ জানুয়ারি এক গোপন খবর ফাঁস করে জানায়, জন বোল্টন ইরানে সামরিক হামলা চালানোর যে পরিকল্পনা তৈরি করেছিলেন ২০১৮ সালের সেপ্টেম্বরে তাতে সম্মতি দিয়েছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। অবশ্য মার্কিন প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে সে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি।
×