ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইরান-বিরোধী পোল্যান্ড বৈঠকে যাবেন না ফেডেরিকা মোগেরিনি

প্রকাশিত: ১৯:১৬, ১৯ জানুয়ারি ২০১৯

ইরান-বিরোধী পোল্যান্ড বৈঠকে যাবেন না ফেডেরিকা মোগেরিনি

অনলাইন ডেস্ক ॥ মার্কিন সরকারের উদ্যোগে পোল্যান্ডে অনুষ্ঠেয় ইরান-বিরোধী বৈঠকে যোগ দিবেন না ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আগামী মাসের মাঝামাঝি এ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক ইইউ'এর এক কর্মকর্তা ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেন, ব্যস্ততার কারণে এ সম্মলনে যোগ দিতে পারবেন না মোগরিনি। ইরনার লন্ডনের সাংবাদিককে এ কর্মকর্তা বলেন, সে সময়ে মোগরিনি সফরে থাকবেন তাই তার যোগ দেয়ার সম্ভাবনা নেই। সম্প্রতি মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, মোগরিনি ব্যস্ততার কারণে যোগ দিতে পারবেন না বলে ইরনা যে প্রতিবেদন প্রকাশ করেছে তাকে নিশ্চিত করেছেন ইইউর এক পদস্থ কর্মকর্তা। এ ছা্ড়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের মন্ত্রীরা এতে যোগ দেবেন না বলে একই দৈনিক জানায়। এদিনে অপর এক কর্মকর্তা মার্কিন এ দৈনিককে বলেন, পোল্যান্ড বৈঠকে অনেক ইউরোপীয় দেশের মন্ত্রী পর্যায়ে যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
×