ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিজয় সমাবেশে ৫২ হাজার লাল-সবুজ পতাকা ওড়াবে যুবলীগ

প্রকাশিত: ১৯:৪১, ১৯ জানুয়ারি ২০১৯

বিজয় সমাবেশে ৫২ হাজার লাল-সবুজ পতাকা ওড়াবে যুবলীগ

অনলাইন রির্পোটার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় উদযাপন করতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর আড়াইটায় মহাসমাবেশ শুরু হবে। এদিকে সমাবেশে ৫২ হাজার লাল-সবুজের পতাকা ওড়াবে যুবলীগ। বিজয় উৎসবে ভিন্নমাত্রা দিতে লাল-সবুজের পতাকা ও লাল ফিতা হাতে নিয়ে মাঠে থাকবে যুবলীগের ৫২ হাজার নেতাকর্মী। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট জানান, প্রত্যেক ওয়ার্ড থেকে ৭০০ নেতাকর্মী লাল-সবুজের গেঞ্জি পরে মিছিল নিয়ে নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হবেন। তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং লাল ফিতা থাকবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন বক্তৃতা করবেন পতাকা নেড়ে তাকে স্বাগত জানানো হবে।
×