ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় পটুয়াখালীবাসী

প্রকাশিত: ১৯:৪৯, ১৯ জানুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় পটুয়াখালীবাসী

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে এক শিশু শিক্ষার্থীকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় পটুয়াখালী বাসী। ২০১৬ সালের পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীর শিশু শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাসের লেখা চিঠির জবাবে প্রধান মন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পায়রা নদীর ওপরে একটি সেতু নির্মান করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা। কিন্তু পটুয়াখালী ০১ আসনের স্থানীয় কোন সাংসদ না থাকায় বিষয়টি চাপা পরে যায়। ২০১৬ সালের ১৫ আগষ্ট পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীর শিশু শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস নিজ হাতে প্রধানমন্ত্রী কাছে একটি চিঠি লিখেন। ওই চিঠিতে পটুয়াখালী বাসীর পক্ষে খরস্রোতা পায়রা নদীর উপরে সেতু নির্মানের দাবি করেন শীর্ষেন্দু বিশ্বাস। শীর্ষেন্দু বিশ্বাস’র চিঠির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বছরের ০৮ সেপ্টেম্বর শীর্ষেন্দুর দেয়া চিঠির জবাব দেন। এতে তিনি মির্জাগঞ্জের পায়রা নদীতে একটি সেতু নির্মানের ব্যবস্থা করা হবে বলে আশ্বস দেন। এদিকে সেতু নির্মান করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে তৎকালিন সময়ে সড়ক মন্ত্রনালয় থেকে ০৮-০৯-২০১৬ ঘটনাস্থল পরিদর্শন করেন কয়েকজন উচ্চপদস্ত কর্মকর্তা। পরে তারা ০৩-১০-১৬ তারিখে একটি প্রতিবেদন দাখিল করে। এর পরে এ ব্রীজের কোন কার্যক্রমের অগ্রগতি হয়নি।
×