ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাশিয়ার আকাশে সংঘর্ষ দুই সুখোই বিমানের

প্রকাশিত: ২০:১২, ১৯ জানুয়ারি ২০১৯

রাশিয়ার আকাশে সংঘর্ষ দুই সুখোই বিমানের

অনলাইন ডেস্ক ॥ মাঝ আকাশে সংঘর্ষ হলো দুটি সুখোই ফাইটার জেটের। রাশিয়ার পূর্ব দিকের তাতার স্ট্রেট এলাকার আকাশে এই ঘটনা ঘটে। দুটি সুখোই সু-৩৪ ফাইটার বম্বার শুক্রবার মুখোমুখি চলে আসে। সূত্রের খবর, শুক্রবার এই ঘটনা ঘটেছে রাশিয়ার আকাশে। আচমকা রাডারের স্ক্রিন থেকে উধাও হয়ে যায় দুটি যুদ্ধবিমান। এরপর দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। দুই বিমানে থাকা ক্রুদের কী অবস্থা তা এখনো স্পষ্ট নয়। যদিও প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একজন একটি বিমানের ক্রু বেরিয়ে এসেছেন। দ্বিতীয় বিমান বেসে ফিরে গিয়েছে। এদিন হারবা এয়ারফিল্ড থেকে রুটিন মাফিক বিমান ওড়াচ্ছিল দুটি সুখোই। ইঞ্জিন বিল হয়ে যাওয়াতেই এই ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে সুখোই-এর দুর্ঘটনা এই প্রথমবার নয়। এর আগে রাশিয়ার ভোরোনেজ এলাকায় ২০১৫ সালে ভেঙে পড়ে গেয়টি সুখোই সু-৩৪ বম্বার। সুখোই রাশিয়ার তৈরি একটি বম্বার। এতে থাকে দুটি ইঞ্জিন ও দুটি সিট। এটি মূলত সুপারসনক মিডিয়াম রেঞ্জ ফাইটার। সিরিয়ার গৃহযুদ্ধেও রাশিয়ার এই যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল।
×