ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পটিয়ায় স্কুল ছাত্রী উদ্ধারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২১:৫২, ১৯ জানুয়ারি ২০১৯

পটিয়ায় স্কুল ছাত্রী উদ্ধারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী অপহরণের ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আজ শনিবার দুপুর ১২টায় পটিয়া উপজেলা প্রশাসনের প্রধান ফটক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এইসময় স্কুলের বিভিন্ন শ্রেণীর কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গত ১০ জানুয়ারী স্কুল ছাত্রী সুমাইয়া আলম নিজ গ্রামের বাড়ি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকা থেকে কয়েকজন যুবক জোরপূর্বক একটি কালো মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরিবার ও স্কুল সূত্রে জানা গেছে, পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী সুমাইয়ার পিতা আবদুল আলম আবুধাবী প্রবাসী। ঘটনার দিন স্কুল ড্রেস পড়ে স্কুলে যাওয়ার সময় সকাল ৯টা দিকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। এতে মো. সাকিল, আজিজুল হক, লায়লা খাতুন, মো. ইমন, মো. মনির, মো. হিরুসহ অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামি করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নং- ২২। মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন, স্কুল ছাত্রী সুমাইয়ার পরিবারের সদস্যরা। তারা অবিলম্বে সুমাইরাকে উদ্ধার করে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। পটিয়া থানার উপ-পরিদর্শক আবদুল খালেক বলেন, অপহরণ মামলার তদন্ত কার্যক্রম চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে প্রেমঘটিত ঘটনা। স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পুলিশের যতসব প্রক্রিয়া রয়েছে তা ব্যবহার করে উদ্ধার তৎপরতা চলছে।
×