ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কর্ণফুলীতে হাতির আক্রমনে মা ও শিশু আহত

প্রকাশিত: ০০:৪৩, ১৯ জানুয়ারি ২০১৯

কর্ণফুলীতে হাতির  আক্রমনে মা ও  শিশু আহত

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ বন্যহাতির আক্রমনে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মধ্যম শাহমীরপুর গ্রামে মা ও এক শিশু হয়েছে। আহতরা হলেন- শাহমীরপুর গ্রামের মো. সেলিমের স্ত্রী রুনা আকতার (২৮) ও শিশুপুত্র সায়মন (৭)। শনিবার সকাল ৭টায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামসহ বন বিভাগের কর্মচারী হাতি তাড়াতে ঘটনাস্থলে ছুটে যান। আহত শিশুসহ দুইজন চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে ভর্তি চিকিৎসাধীন রয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, বন্যহাতির দল কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকায় ১৫/২০ দিন ধরে পাহাড়ি এলাকায় অবস্থান করছে। পাহাড়ের আশপাশে অবস্থান করার কারণে লোকজন ভীতসশন্ত্র রয়েছেন। শনিবার সকালে স্থানীয় একটি দোকান থেকে মালামাল কিনে বাড়ি ফেরার সময় হাতির আক্রমনের শিকার হন মা ও শিশুটি। হাতি তাড়ানোর জন্য ঘটনাস্থলে পটিয়া বন বিভাগের মীর কাসেম, আমির খসরু, মো. শাহজাহান, বন বিভাগের হেডম্যান মো. মহিউদ্দিন, মো. নাজিম অবস্থান করছেন। পটিয়া বন রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, বন্যহাতির দল পাহাড় থেকে লোকালয়ে নেমে এসেছে। যার কারণে গ্রামবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। হাতির আক্রমনের শিকার মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্যহাতি কোন পথে এসেছিল তা সনাক্ত করা হয়েছে এবং বেশ কিছু নমুনা পেয়েছেন। তবে লোকালয় থেকে হাতিরদলটি পাহাড়ের দিকে তাড়ানোর চেষ্টা চালাচ্ছেন বলে জানান।
×