ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাশঁখালীতে আসামী ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার

প্রকাশিত: ০১:১৩, ১৯ জানুয়ারি ২০১৯

বাশঁখালীতে আসামী ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার

নিজস্ব সংবাদদাতা বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের এএসআই প্রদীপ চক্রবর্তী বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ারাভুক্ত পলাতক আসামীকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে। এ ঘটনায় আহত পুলিশ সদস্যকে মুমূর্ষ অবস্থায় চকেম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে শনিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে পুলিশ সদস্য হামলার শিকার হওয়ার পরে পৌরসদরের দক্ষিণ জলদী গ্রামের জাকের হোসেনের পুত্র জমির উদ্দীন প্রকাশ কালু ডাকাতের বাড়ীতে অভিযান চালাচ্ছেন। অভিযানে বাড়ীর পুরুষ সদস্য কাউকে না পেলেও হামলাকারী কালু ডাকাতের মাকে আটক করা হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, পৌরসদরের দক্ষিণ জলদী গ্রামের মৃত জাকের হোসেনের পুত্র জমির উদ্দীন প্রকাশ কালু ডাকাতের বিরুদ্ধে চট্টগ্রামের চন্দনাইশ থানায় মামলা নং- ২২ ও জি.আর মামলা নং- ১৩৫/১৭ ইং এর পলাতক আসামী হিসাবে বিজ্ঞ আদালত গ্রেপ্তারী পরোয়ানা ও মালামাল ক্রোকের সমন জারি করেন। সমনের পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে বাঁশখালী থানার এএসআই প্রদীপ চক্রবর্তী আসামীর বাড়িতে গেলে জমির উদ্দীন প্রকাশ কালু ডাকাতকে হাতেনাতে আটক করে। আটকের এক পর্যায়ে পুলিশের ওই এএসআইকে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে আসামী। তথ্য যাচাইয়ের নিমিত্তে পার্শ্ববর্তী বাড়িতে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে বের হলে পিছন থেকে বাড়িতে থাকা মহিলা সদস্যরা দা দিয়ে প্রদীপ চক্রবর্তীর মাথায় আঘাত করে। আঘাত পাওয়ার পর ওই পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়লে আসপাশের লোকজন ও বাকি পুলিশ সদস্যরা ঘটনাস্থল হতে তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে। অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক আয়েশা মুনমুন তাকে সাড়ে ১২ টার দিকে চমেক হাসপাতালে হস্তান্তর করেন।
×