ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিলেটের বিশাল রান তাড়া করে জিতেছে রংপুর

প্রকাশিত: ০১:১৬, ১৯ জানুয়ারি ২০১৯

সিলেটের বিশাল রান তাড়া করে জিতেছে রংপুর

অনলাইন ডেস্ক ॥ পর পর তিন ম্যাচে হেরিছেলো রংপুর। আজও যখন সিলেট ১৯৪ রান করে থক মনে হয়েছিলো আও একটি পরাজয়ে সামনে পড়তে যাচ্ছে। কিন্তু তা হতে দেয়নি ভিলিয়ার্স। বড় রান তাড়া কিরে জিতিয়েছে রংপুরকে। বিধ্বংসী সাব্বির রহমানের ব্যাটে ৪ উইকেটে ১৯৪ রান করেছিল সিলেট। ৫১ বলে ৫ চার ও ৬ ছয়ে ৮৫ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। জবাবে ১৯.৩ ওভারে ৬ উইকেটে ১৯৫ রান করে রংপুর। রংপুর আগের দেখায় সিলেটের কাছে ১৮৮ রানের টার্গেট পেয়ে হেরে যায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এবার তার চেয়েও বেশি রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। কিন্তু দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের কল্যাণে ৩ বল হাতে রেখে জিতেছে রংপুর। বিপিএলে অভিষেকের ম্যাচ রাঙাতে ভুল করেননি এবি ডি ভিলিয়ার্স। ৬৩ রানের মধ্যে ক্রিস গেইল (০) ও অ্যালেক্স হেলস (৩৩) বিদায় নিলে মাঠে নামেন তিনি। জাতীয় দলের সতীর্থ রাইলি রোসোর সঙ্গে ৬৭ রানের দারুণ জুটি গড়েন ডি ভিলিয়ার্স। ২১ বলে ২টি করে চার ও ছয়ে ৩৪ রান করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। তার ৫ বল আগে তাসকিন আহমেদ ফেরান রংপুরের সর্বোচ্চ স্কোরার রোসোকে। ৩৫ বলে ৯ চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ৬১ রানের ইনিংস। এই জোড়া আঘাতের পরও আশা হারায়নি চ্যাম্পিয়নরা। মোহাম্মদ মিঠুন ও নাহিদুল ইসলামের ৩৭ রানের জুটি জয়ের পথে রেখেছিল তাদের। যদিও আবার তাসকিনের জোড়া আঘাতে ফিরে যান দুজনই। মিঠুন ১৪ ও নাহিদুল ১৯ রানে মাঠ ছাড়েন। শেষ ২ ওভারে রংপুরের দরকার ছিল ২৪ রান। অধিনায়ক মাশরাফি ও ফরহাদ রেজা ক্রিজে থেকে প্রয়োজনীয় রান তুলে নেন। শেষ ওভারে ৫ রান করতে হতো তাদের। ফরহাদ শেষ ওভারের তৃতীয় বলে জয়সূচক বাউন্ডারি হাঁকান। ৬ বলে ২ চার ও ১ ছয়ে ১৮ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথম বলেই চার মারা মাশরাফি টিকে ছিলেন ৫ রানে। তাসকিন ৪ ওভারে ৪২ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন রোসো। রংপুর ৭ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে। সমান খেলে মাত্র ৪ পয়েন্ট নিয়ে সপ্তম দল সিলেট। সংক্ষিপ্তস্কোর: সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৯৪/৪ (লিটন ১১, সাব্বির ৮৫, আফিফ ১৯, ওয়ার্নার ১৯, পুরান ৪৭*, জাকের ৫*; নাজমুল ২-০-১৮-০, মাশরাফি ৪-০-৩১-২, শফিউল ৪-০-৪৩-১ ফরহাদ ৩-০-৩৫-০, নাহিদুল ২-০-১৬-০, গাজি ২-০-১৬-০, গেইল ৩-০-৩৪-০)। রংপুর রাইডার্স: ১৯.৪ ওভারে ১৯৫/৬ (গেইল ০, হেলস ৩৩, রুশো ৬১, ডি ভিলিয়ার্স ৩৪, মিঠুন ১৪, নাহিদুল ১৯, মাশরাফি ৫*, ফরহাদ ১৮*; ইরফান ৪-০-৩৪-১, তাসকিন ৪-০-৪২-৪, লামিচানে ৪-০-২১-০, রানা ৪-০-৫৭-০, অলক ৩.৪-০-৩৪-১)।
×