ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কৃষক, ভোক্তা ও মিলমালিকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় : নওগাঁয় খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০২:২৩, ১৯ জানুয়ারি ২০১৯

কৃষক, ভোক্তা ও মিলমালিকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় :  নওগাঁয় খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, কৃষক, ভোক্তা, ও মিলমালিকরা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সরকার সেই লক্ষ্যে কাজ্ছে। এই বিষয়গুলো বিবেচনায় এনে ধান-চাউলের মূল্য নির্ধারনে প্রয়োজনে নতুন নীতিমালা তৈরী করা হবে। শনিবার দুপুরে শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপ আয়োজিত সংবর্ধনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, খাদ্য বিভাগ ৭০ কোটি মানুষের ক্ষুধার সাথে সম্পৃক্ত। আমি সৎ ভাবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব। কৃষক, মিল মালিক, চাল ব্যবসায়ী সবার স্বার্থ রক্ষা করে আমাদেরকে কাজ করতে হবে। চালের দাম বাড়ে নি। নির্বাচনের সময় যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারনে বাইরে থেকে রাজধানীতে তেমন চাল আসতে পারেনি জন্যই কিছুটা দাম বেড়েছিল। এখন স্বাভাবিক মূল্য চলছে। তিনি বলেন, দেশের হাসকিং মিল গুলোকে আমাদের পুনরুজ্জীবিত করতে হবে। অটোমেটিক রাইস মিলের চাপে তারা মারা যাবার উপক্রম। এই মিল গুলোকে চালু করতে পারলে কৃষকরা ধানের নায্য মূল্য পাবে কারন তখন ধান কেনার প্রতিযোগিতা থাকবে। সারা দেশে ভোক্তা, মিল মালিক, কৃষক, ব্যবসায়ী কেউ যেন ক্ষতিগ্রস্থ না হয় সেটাই আমার দপ্তরের চেষ্টা থাকবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা বার বার বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা ক্ষুধামুক্ত দেশ করেছি, এখন পুষ্টিকর যুক্ত, ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্যের ব্যবস্থা করতে হবে। নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, নিজাম উদ্দিন জলিল জন এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রাশিদুল হক, চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল প্রমুখ। মন্ত্রী বলেন, সর্বোপরী মনে রাখতে হবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশ শুধু ক্ষুধামুক্ত নয়, পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার নিরলস ভাবে কাজ করছে। লোভ যেন আমাকে স্পর্শ করতে না পারে সেই দোয়া করবেন আপনারা। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নওগাঁবাসী ধন্য। তিনি আমার ওপর আস্থা রেখে যে গুরু দায়িত্ব দিয়েছেন, তা যথাযথ দায়িত্ব ও গুরুত্বের সাথে পালন করে তাঁর মুখ উজ্জল করতে চাই। এ ক্ষেত্রে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। খাদ্য বিভাগ একটি স্পর্শকাতর মন্ত্রনালয় উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে চালের মুল্য কেজি প্রতি ২ টাকা বৃদ্ধি পেলেও জবাবদিহি করতে হয়, আব্রা ২ টাকা কমে গেলেও জবাবদিহি করতে হয়। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সঠিত তথ্য অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। তিনি বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ন। নওগাঁ, দিনাজপুর, কৃষ্টিয়াসহ বেশ কয়েকটি জেলা উদ্বৃত্ত খাদ্য উৎপাদনের জেলা। বর্তমানে সরকারের লক্ষ্য নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য উৎপাদন। বিশেষ পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদনের মধ্য দিয়ে জাতিকে মেধাসম্পন্ন করতে না পারলে সরকারের সুদুরপ্রসারী যে লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। ইতোমধ্যে এমডিজি অর্জিত হয়েছে। এসডিজি অর্জনের পথে হাঁটছি। আমরা উন্নয়নশীল দেশে পা দিয়েছি। যার জন্য আমাদের প্রধানমন্ত্রী দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছেন।এই অর্জন ধরে রেখে একটি উন্নত দেশ গঠনে সরকারের স্থায়িত্ব অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। সেই তাগিদ থেকে বাংলাদেশের জনগন বিপুল ভোটে পুনরায় আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।
×