ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বালি বোমা হামলার মাস্টারমাইন্ড বশিরকে মুক্তি দেয়া হচ্ছে

প্রকাশিত: ০৪:১৪, ২০ জানুয়ারি ২০১৯

বালি বোমা হামলার মাস্টারমাইন্ড বশিরকে মুক্তি দেয়া হচ্ছে

সতের বছর আগে বালির নাইটক্লাবে বোমা হামলার ‘মাস্টারমাইন্ড’ আবু বকর বশিরকে সাজা শেষ হওয়ার আগেই কারাগার থেকে ছেড়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো উগ্রবাদী সংগঠন জেমায়াহ ইসলামিয়ার (জেআই) আধ্যাত্মিক গুরুকে শীঘ্রই ছেড়ে দেয়া হবে বলে জানান। খবর ইয়াহু নিউজ। আচেহ প্রদেশের বিভিন্ন জঙ্গী প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০১০ সালে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারের পর বশিরের ১৫ বছরের কারাদণ্ড হয়েছিল। ৮১ বছর বয়সী এ ধর্মীয় নেতাকে ‘মানবিক কারণে’ ছেড়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উইদোদো। ‘প্রথম কারণ অবশ্যই মানবিকতা সংক্রান্ত। তার অনেক বয়স হয়েছে, সে কারণে তার স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় নেয়া হয়েছে,’ বলেছেন তিনি। বশিরকে ছেড়ে দেয়ার পেছনে ‘নিরাপত্তাজনিত কারণের’ কথা বললেও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
×