ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘নয়া মার্কিন সামরিক নীতি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা ডেকে আনবে’

প্রকাশিত: ০৪:১৫, ২০ জানুয়ারি ২০১৯

‘নয়া মার্কিন সামরিক নীতি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা ডেকে আনবে’

রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের মহাকাশভিত্তিক নয়া সামরিক নীতি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা ডেকে আনবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দেরি হয়ে যাওয়ার আগেই অস্ত্রচুক্তি নিয়ে বিবাদ মিটিয়ে ফেলার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বানও জানানো হয়েছে। ইয়াহু নিউজ। রুশ বিবৃতিতে বলা হয়, মার্কিন নয়া নীতি কার্যকর করা হলে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। আর এটি আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সবচেয়ে বিরূপ প্রভাব ফেলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা ঘোষণার একদিন পরই এ বিবৃতি দিল রাশিয়া।
×