ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় প্যাকেজিং কারখানায় আগুন

প্রকাশিত: ০৪:১৭, ২০ জানুয়ারি ২০১৯

আশুলিয়ায় প্যাকেজিং কারখানায় আগুন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ জানুয়ারি ॥ আশুলিয়ায় ‘বিএনএন প্যাকেজিং’ নামের একটি কার্টুন তৈরির কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকা-ের ঘটনায় অনুমান ১০ কোটি টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে মালিকপক্ষের দাবি। শনিবার ভোরে আশুলিয়া থানাধীন জামগড়া মীর এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। কারখানার ব্যবস্থাপক সোহেল পারভেজ জানান, শুক্রবার কারখানায় বন্ধ থাকায় নিরাপত্তাকর্মী ছাড়া কেউ ছিল না। ভোরে স্থানীয় লোকজন কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখতে পেয়ে নিরাপত্তাকর্মীকে ডেকে উঠায় এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে ডিইপিজেড থেকে আরও ২টি এবং সাভার ফায়ার সার্ভিস থেকে আরও ২টিসহ মোট ৬টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকা-ের ঘটনায় কারখানার তৈরিকৃত কার্টুন, কাগজের রোল, ছাপা কাগজ, মেশিনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র ভস্মীভূত হয়ে যায়। এতে তাদের অনুমান ১০ কোটি টাকার ক্ষতিসাধিত হয়েছে। কলাপাড়া নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, ধানখালীতে নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে মেনুফ্যাকচারিং ওয়ার্কশপে অগ্নিকা-ে ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। কলাপাড়া ফায়ার সার্ভিস টিম এবং স্থানীয় শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে একটি ওয়ার্কশপ পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বিসিপিসিএল এর সহকারী প্রকৌশলী শাহমনি জিকো জানান, শ্রমিকরা প্রতিদিনের মতো কাজ করছিল। ১১টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তাৎক্ষণিক শ্রমিকদের নিয়ে পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। প্রায় আধাঘণ্টা পরে ফায়ার সার্ভিসের দল সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। এ ঘটনায় গোটা প্লান্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মকা- বন্ধ হয়ে যায়। বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন উপরোক্ত প্রকৌশলী।
×