ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোর আড়াই শ’ শয্যা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক সঙ্কট

প্রকাশিত: ০৪:২০, ২০ জানুয়ারি ২০১৯

যশোর আড়াই শ’ শয্যা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক সঙ্কট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর আড়াই শ’ শয্যা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক সঙ্কটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। জ্যেষ্ঠ বিশেষজ্ঞের ৭টি পদের বিপরীতে সরকারী এই হাসপাতালে কর্মরত মাত্র দুজন। নিজস্ব চিকিৎসক না থাকায় বর্তমানে কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে জোড়াতালির মাধ্যমে চালানো হচ্ছে চিকিৎসা কার্যক্রম। জানা গেছে, জ্যেষ্ঠ বিশেষজ্ঞের ৫টি শূন্যপদ হলো মেডিসিন, শিশু, চর্ম ও যৌন, নাক কান গলা ও অর্থপে. সার্জারি বিভাগের ১টি করে পদ। এর মধ্যে ৩টি বিভাগে কনিষ্ঠ বিশেষজ্ঞ নেই। দীর্ঘদিন ধরে এসব পদে কোন চিকিৎসক না থাকলেও সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কোনা মাথাব্যথা নেই। অভিযোগ উঠেছে, মেডিক্যাল কলেজের চিকিৎসকরা এই হাসপাতালে ইচ্ছেমতো দায়িত্ব পালন করেন। ওই সব চিকিৎসক আলাদা প্রশাসন দিয়ে পরিচালিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অনিয়মের বিষয়ে তেমন কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেন না। যে কারণে নিজের স্বার্থে নামমাত্র দায়িত্ব পালন করে চলে যান। অভিযোগ উঠেছে, সরকারী এই হাসপাতাল থেকেই মেডিক্যাল কলেজের কয়েক চিকিৎসক ব্যক্তিগত ক্লিনিকে রোগী ভাগাতে ব্যস্ত থাকেন। সূত্র জানায়, হাসপাতালের নিজস্ব চিকিৎসকের পদগুলো পূরণ হলে তারা কর্তৃপক্ষের জবাবদিহিতার মধ্যে থাকবেন। ফলে তারা ইচ্ছামতো অনিয়ম করতে পারবেন না। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল কালাম আজাদ লিটু জানান, জ্যেষ্ঠ বিশেষজ্ঞদের ৫টি ও কনিষ্ঠ বিশেষজ্ঞদের ৩টি শূন্যপদ পূরণের ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত পরিপত্র পাঠানো হয়েছে।
×