ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

প্রকাশিত: ০৪:২২, ২০ জানুয়ারি ২০১৯

বাঁশখালীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৯ জানুয়ারি ॥ বাঁশখালী থানা পুলিশের এএসআই প্রদীপ চক্রবর্তী আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে। এ ঘটনায় আহত পুলিশ সদস্যকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ সদস্য হামলার শিকার হওয়ার পরে পৌর সদরের দক্ষিণ জলদী গ্রামের জাকের হোসেনের পুত্র জমির উদ্দীন প্রকাশ কালু ডাকাতের বাড়িতে অভিযান চালাচ্ছেন। অভিযানে বাড়ির পুরুষ সদস্য কাউকে না পেলেও হামলাকারী কালু ডাকাতের মাকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। জানা যায়, পৌর সদরের দক্ষিণ জলদী গ্রামের মৃত জাকের হোসেনের পুত্র জমির উদ্দীন প্রকাশ কালু ডাকাতের বিরুদ্ধে চট্টগ্রামের চন্দনাইশ থানায় মামলা নং-২২ ও জি.আর মামলা নং- ১৩৫/১৭ এর পলাতক আসামি হিসেবে আদালত গ্রেফতারি পরোয়ানা ও মাল ক্রোকের সমন জারি করে। এ প্রেক্ষিতে শনিবার দুপুরে বাঁশখালী থানার এএসআই প্রদীপ চক্রবর্তী আসামির বাড়িতে গেলে জমির উদ্দীন প্রকাশ কালু ডাকাতকে হাতেনাতে আটক করে। আটকের এক পর্যায়ে পুলিশের ওই এএসআইকে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে আসামি। তথ্য যাচাইয়ের নিমিত্তে পার্শ্ববর্তী বাড়িতে জিজ্ঞাসাবাদের উদ্দেশে বের হলে পেছন থেকে বাড়িতে থাকা মহিলা সদস্যরা দা দিয়ে প্রদীপ চক্রবর্তীর মাথায় আঘাত করে। আঘাত পাওয়ার পর পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ও বাকি পুলিশ সদস্যরা ঘটনাস্থল হতে তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক আয়েশা মুনমুন তাকে সাড়ে ১২ টার দিকে চমেক হাসপাতালে হস্তান্তর করেন। বরিশালে গাছ থেকে পড়ে নিহত ১ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার কালিজিরা এলাকায় গাছ থেকে পরে সাইফুল হাওলাদার (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। নিহত সাইফুল ঝালকাঠির হরিপাশা এলাকার বাসিন্দা আলী হোসেন হাওলাদারের পুত্র। শনিবার সকাল আটটার দিকে সাইফুল কালিজিরা এলাকায় একটি গাছের ডালপালা কাটতে গিয়ে অনবধানবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
×