ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কম্বল বিতরণ

প্রকাশিত: ০৪:২৪, ২০ জানুয়ারি ২০১৯

কম্বল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৯ জানুয়ারি ॥ জেলা প্রশাসনের উদ্যোগে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দীন ফারুকীসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। ছয় জেলের দণ্ড নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৯ জানুয়ারি ॥ আমতলী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ছয় জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। শনিবার সকালে চুনাখালী বাজারে জাটকা বিক্রির অপরাধে এ দ- দেন। জানা গেছে, জাটকা নিধন প্রতিরোধে র‌্যাব-৮ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার চুনাখালী বাজারে অভিযান চালায়। এ সময় নজরুল, জসিম, ফরহাদ হোসেন, সুশান্ত, জাকির হোসেন ও শামীমকে ২৫০ কেজি জাটকা ইলিশসহ গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার নজরুলকে ২০ দিন, জসিমকে ৮ দিন ও ফরহাদকে ১০ দিন কারাদ- এবং সুশান্ত, জাকির হোসেন ও শামীম প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদ- করেছেন। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
×