ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারত সরকারের দেয়া শীতবস্ত্র পৌছেছে টেকনাফে

প্রকাশিত: ০৪:৩২, ১৯ জানুয়ারি ২০১৯

ভারত সরকারের দেয়া শীতবস্ত্র পৌছেছে টেকনাফে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ভারত সরকারের মানবিক সহায়তার ১০ হাজার পিস কম্বল এবং ৫ হাজার পিস সুয়েটার টেকনাফে পৌঁছেছে। টেকনাফ উপজেলায় রোহিঙ্গাদের দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশীদের মাঝে এসব মানবিক ত্রাণ সহায়তা শীতবস্ত্র হিসেবে বিতরণ করা হবে বলে টেকনাফের সংশ্লিষ্ট কার্যালয় সুত্রে জানা গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের ত্রাণ শাখা সুত্রে জানা গেছে, রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশীদের মধ্যে বিতরণ করার জন্য ভারত সরকার মানবিক ত্রাণ সহায়তা হিসেবে টেকনাফের জন্য ১০ হাজার পিস কম্বল এবং ৫ হাজার সুয়েটার বরাদ্দ দিয়েছে। এসব শীতবস্ত্র জনপ্রতিনিধিগণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার গরীব-অসহায়দের বিতরণ করা হবে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়া এই ৩টি ইউনিয়নে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। টেকনাফ পৌরসভা এবং অপর ৩টি ইউনিয়নে কিছু রোহিঙ্গা ভাড়া বাসা ও ছড়িয়ে ছিটিয়ে আছে। এদিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র হিসাবে টেকনাফ উপজেলার জন্য ২ হাজার ৩৩১ পিস কম্বল বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে। তা টেকনাফ উপজেলার ১টি পৌরসভা এবং ৬টি ইউনিয়নে ৩৩৩টি করে দেয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ৮৩ বান্ডিল ঢেউটিন এবং ২ লক্ষ ৪৯ হাজার টাকা বরাদ্দ এসেছে। তালিকাভুক্ত উপকারভোগী প্রত্যেক বান্ডিল ঢেউটিনের সঙ্গে ৩ হাজার করে টাকা পাবেন। উল্লেখ্য, ভারত সরকার টেকনাফ ও উখিয়ায় আশ্রিত রোহিঙ্গাদের জন্য ২ লক্ষ ২৫ হাজার পিস কম্বল এবং ২ লক্ষ পিস সুয়েটার দিয়েছে বলে জানা গেছে।
×