ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বন্দরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা

প্রকাশিত: ০৪:৩৮, ১৯ জানুয়ারি ২০১৯

বন্দরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা এলাকায় দিনে-দুপুরে নাঈমা রহমান (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। পুলিশ বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত নাঈমা রহমান থাইল্যান্ড প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী। নাঈমা রহমান তার দুই সন্তানকে নিয়ে সোনাকান্দা এলাকায় হাসানুল হকের ভাড়াটিয়া বাড়ির একটি ফ্ল্যাটে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে নিহতের মেয়ে ও দশম শ্রেণীর ছাত্রী আনুশী স্কুল থেকে বাসায় ফিরে দেখতে পান ফ্ল্যাটের দরজা বাহির থেকে তালা লাগানো। পরে সে তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ঘর থেকে ধোয়া বের হতে দেখেন। পরে সে বেড রুমে গিয়ে তার মাকে রক্তাক্ত ও পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। পরে প্রতিবেশীরা আগুন নিভিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সময় নাঈমা রহমান একাই বাসায় ছিলেন। বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, কে বা কারা ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ৫-৬ আঘাত করে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। ধারণা করা হয় এতে তার মৃত্যু হয়। পরে সন্ত্রাসীরা গৃহবধূর শরীরে আগুন ধরিয়ে দেয়। কি কারণে কারা এ হত্যাকান্ডটি ঘটিয়েছে আমরা তা তদন্ত করে দেখছি। নিহতের স্বামী এখনও থাইল্যান্ড অবস্থান করছে। নিহত নাঈমা রহমানের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা জানান, নিহতের মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতে চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। যে আলামত সংগ্রহ করা হয়েছে তাতে আমরা ঘটনাটি শীঘ্রই উদঘাটন করতে পারব। তিনি আরও জানান, আশপাশের লোকজনই এই হত্যার সঙ্গে জড়িত রয়েছে কিনা না তাও আমরা তদন্ত করে দেখছি।
×