ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিম্ম আয়ের মানুষের জন্য পেনশন ব্যবস্থা চালুর প্রস্তাব

প্রকাশিত: ০৪:৫৯, ১৯ জানুয়ারি ২০১৯

নিম্ম আয়ের মানুষের জন্য পেনশন ব্যবস্থা চালুর প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৈষম্য কমাতে নিম্ম আয়ের মানুষের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর অর্থনীতিবিদ আতিউর রহমান। এজন্য গার্মেন্টস কর্মীদের দিয়ে শুরু করে পরবর্তীতে নিম্ম আয়ের মানুষ যেমন রিকশাচালকসহ স্বল্প আয়ের মানুষকেও এই পেনশনের আওতায় আনা যায় বলে মত দেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি সরকারের কাছে এ প্রস্তাব রাখেন। তিনি বলেন, দেশে চলমান বৈষম্য কমিয়ে আনতে সরকার নিম্ন আয়ের মানুষের জন্য পেনশন স্কিমের ব্যবস্থা করতে পারে। গার্মেন্টস কর্মীদের দিয়ে এটা শুরু করা যায়। এরপর আরও যারা নিম্ম আয়ের মানুষ যেমন রিকশাচালকসহ স্বল্প আয়ের মানুষকেও এই পেনশনের আওতায় আনা যায়। প্রস্তাবের পক্ষে যুক্ত দিয়ে সাবেক গবর্নর বলেন, যে মেয়েটি ঢাকায় এসে গার্মেন্টে চাকারি করছে প্রতি মাসে তার টাকা গ্রামে বাবা- মা কিংবা স্বামীর কাছে পাঠিয়ে দিচ্ছে।
×