ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এরশাদ ফের অসুস্থ ॥ সিঙ্গাপুর যাচ্ছেন আজ

প্রকাশিত: ০৬:০৪, ২০ জানুয়ারি ২০১৯

এরশাদ ফের অসুস্থ ॥ সিঙ্গাপুর যাচ্ছেন আজ

স্টাফ রিপোর্টার ॥ আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। শনিবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, পার্টির চেয়ারম্যান রবিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন। তার শারীরিক অবস্থা নাজুক হয়ে পড়েছে। তিনি গুরুতর অসুস্থ। গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে গত বছরের ১২ ডিসেম্বর হুসেইন মুহম্মদ এরশাদ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে জয়লাভের পর দেশে ফিরে শপথও নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে অসুস্থতার কারণে এরশাদকে হুইল চেয়ারে আসতে হয়েছিল। শপথ নেয়ার পর থেকেই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। চিকিৎসকদের বরাত দিয়ে দলীয় সূত্রটি সাংবাদিকদের জানায়, এরশাদের শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। চার দিন পর পর তাকে রক্ত দিতে হচ্ছে। তার শরীরে রক্ত উৎপাদন কমে গেছে। এমনকি যে উপাদান রক্ত তৈরি করে, সেটি কমে গেছে। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় এবং নতুন করে হিমোগ্লোবিন তৈরি না হওয়ার কারণে তিনি দিনকে দিন বেশি অসুস্থ হয়ে পড়ছেন। যদি তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়, তবে তাকে রবিবারই সিঙ্গাপুরে নেয়া হবে। এরশাদের অবর্তমানে এবং চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন পার্টির বর্তমান কো-চেয়ারম্যান তারই ভাই গোলাম মোহাম্মদ (জি এম) কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এরশাদের অনুপস্থিতিতে জি এম কাদের জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মর্মে নির্দেশ জারি করা হয়েছে পার্টির তরফ থেকে। একাদশ জাতীয় সংসদে এরশাদকে বিরোধী দলীয় নেতা করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। একই সঙ্গে প্রজ্ঞাপনে জিএম কাদেরকে সংসদীয় বিরোধী দলের উপনেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। শনিবার জাতীয় পার্টির দফতর সম্পাদক সুলতান মাহমুদ রবিবার এরশাদের সিঙ্গাপুর যওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি সাংবাদিকদের জানান, সিঙ্গাপুরে এরশাদের সঙ্গে তার এক ভাই ও একান্ত সচিব খালেদ আখতার যাচ্ছেন। ইতিপূর্বে এরশাদ সিঙ্গাপুরে চিকিৎসা শেষ না করেই নির্বাচনের আগে দেশে ফিরে এসেছিলেন। নির্বাচনে জয়লাভ করার পর গত ৬ জানুয়ারি হুইল চেয়ারে গিয়ে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথগ্রহণ করেন। নির্বাচনে ২২টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি। আগামী ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। তাতে এরশাদের যোগদানের সম্ভাবনা কম বলে দলটির জ্যেষ্ঠ নেতারা আশঙ্কা করছেন।
×