ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৪ দল শরিকদের বিরোধী দলে চায় জাপা

প্রকাশিত: ০৬:০৫, ২০ জানুয়ারি ২০১৯

১৪ দল শরিকদের বিরোধী দলে চায় জাপা

স্টাফ রিপোর্টার ॥ সংসদ প্রাণবন্ত করতে আওয়ামী লীগ ছাড়া ১৪ দলের অন্য শরিকদের বিরোধী দলে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবির পর সরকার তাদের শরিকদের বিরোধী দলে বসানোর চিন্তা করছে। গত সংসদে জাতীয় পার্টি একই সঙ্গে সরকার ও বিরোধী দলে ছিল। এতে দলটির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। জাতীয় পার্টি এবার সেই সঙ্কট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। নির্বাচনের পর পার্টি প্রধান এইচ এম এরশাদ জাতীয় পার্টি সরকারের সঙ্গে থাকছে না বলে জানিয়েছিলেন। এরপর মন্ত্রিসভায় মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির কোন সদস্যকে দেখা যায়নি। একই সঙ্গে ১৪ দলের অন্য শরিকদেরও মন্ত্রিসভায় নেয়া হয়নি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি ১৪ দলের শরিক অন্য দলগুলোকে বিরোধী দলে থাকার কথা জানান। এতে সংসদ কার্যকর হবে বলেও তিনি মনে করেন। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনে বিশাল বিজয়ের ফলে আওয়ামী লীগের দায়িত্ব আরও বেড়ে গেছে। শুধু উন্নয়ন করলেই চলবে না। গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগকে এককভাবে কাজ করতে হবে। সেক্ষেত্রে সংসদকে কার্যকর, গতিশীল এবং প্রাণবন্ত করে তুলতে হবে বলে মনে করা হয়। মসিউর রহমান রাঙ্গা বলেন, ১৪ দলের সংসদ সদস্যরা জাতীয় পার্টির সঙ্গে বিরোধী দলের ভূমিকায় এলে সংসদ আরও প্রাণবন্ত হবে। তিনি ১৪ দলের সংসদ সদস্যদের স্বাগত জানিয়ে বলেছেন, আমরা সম্মিলিতভাবে দেশ ও দেশের মানুষের পক্ষে কথা বলে সংসদকে কার্যকর করে তুলব। ইতোমধ্যেই জাতীয় পার্টির সংসদ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। স্বাধীনতার পরে ’৭৩ সালের নির্বাচনেও স্বল্প সংখ্যক বিরোধী দলের সদস্যই সংসদকে জমিয়ে রেখেছিলেন। আর বর্তমান সংসদে জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, ফখরুল আহসান শাহাজাদা, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এবারের সংসদে শরিকদের মধ্যে জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর মতো প্রবীণ রাজনৈতিক নেতা রয়েছেন। ফলে বিএনপি ছাড়াও আগামী সংসদ প্রাণবন্ত হয়ে ওঠাকে স্বাভাবিক বিষয় বলে মনে করা হচ্ছে।
×