ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিঃসঙ্গতা লাঘবে ‘বোন ভাড়া’

প্রকাশিত: ০৬:০৬, ২০ জানুয়ারি ২০১৯

নিঃসঙ্গতা লাঘবে ‘বোন ভাড়া’

প্রযুক্তি পণ্যে বুঁদ হয়ে থাকতে থাকতে আমরা রক্তের সম্পর্কগুলোকে প্রায় ভুলতে বসেছি। আমাদের মধ্যে নিঃসঙ্গতা চেপে বসেছে। ফলে আমরা নানা সমস্যায় ভুগছি। আমাদের দেশের তুলনায় উন্নত দেশগুলোতে এ সমস্যা আরও প্রকট। তবে এ সব সমস্যা নিরসনে জাপান একটি অভিনব উদ্যোগ নিয়েছে। জাপানের যেসব পুরুষ দীর্ঘদিন তাদের বড় বোনের আদর ও বকুনি থেকে বঞ্চিত তাদের জন্য ‘বোন ভাড়া’ পাওয়া যাচ্ছে। নানা বয়সী নারীরা অনেকের বোনের আদর ভুলিয়ে দেয়ার জন্য ভাড়ায় কাজ করছেন। আমাদের দেশের বড় বোনেরা যেখানে একটু দোষ ত্রুটি পেলে আমাদের বকুনি দিয়ে তা নিষেধ করে অথবা কষ্টের সময় মাথায় হাত বুলিয়ে কষ্ট লাঘব করার চেষ্টা করে-জাপানের ভাড়া পাওয়া এসব বোন ঠিক তাই করছেন। জাপানের একটি সংস্থা এই অভিনব আইডিয়া সম্প্রতি মানুষের সামনে উপস্থাপন করেছে। সংস্থাটির স্লোগান হচ্ছে ‘সিস্টার ফর হায়ার’। খবরে বলা হয়েছে, নিঃসঙ্গতায় ভুগতে থাকা অনেক তরুণ পছন্দের বোন ভাড়া নেয়ার জন্য আগাম বুকিং দিচ্ছে। আবার অনেক নারী কিছু বাড়তি উপার্জনের জন্য ওই সংস্থার দ্বারস্থ হচ্ছেন। সংস্থাটি বলছে আপনি যদি নিঃসঙ্গতাসহ অন্য কোন মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সরবরাহকৃত বোন আপনার নিঃসঙ্গতা দূর করতে সহায়তা করবে। বিবিসি অবলম্বনে।
×