ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গারাও পালিয়ে আসছে এদেশে

প্রকাশিত: ০৬:০৬, ২০ জানুয়ারি ২০১৯

ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গারাও পালিয়ে আসছে এদেশে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এবার ভারত থেকেও রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসছে। গত দেড় মাসে প্রায় দেড় শ’ রোহিঙ্গা পালিয়ে এসে উখিয়ায় আশ্রয় নিয়েছে। শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক কমিশনার আবুল কালাম শনিবার বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করে জানান, এদের উখিয়ার কুতুপালংয়ের ইউএনএইচসিআর’র ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে দিল্লী ও জম্মু-কাশ্মীর এলাকায় সরকার রোহিঙ্গাদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে। যাদের ধরা হচ্ছে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। এ অবস্থায় ভীতসন্ত্রস্ত রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে। এদের একটি অংশ বাংলাদেশের সীমান্তের বিভিন্ন পথ দিয়ে অনুপ্রবেশ করে সরাসরি উখিয়ায় চলে আসছে। উখিয়া-টেকনাফ এলাকায় এদের আত্মীয়স্বজন থাকায় তারা এপথে এগোচ্ছে বলে পালিয়ে আসা রোহিঙ্গারা জানান। ভারত সরকার আগেই ঘোষণা করেছে, সে দেশে ৪০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। মূলত ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু হওয়ার পর বাংলাদেশের মতো ভারতেও রোহিঙ্গা নরনারীর দল আশ্রয় নিয়েছে। ভারত সরকার এখন রোহিঙ্গা পাকড়াও অভিযান শুরু করেছে। ফলে সাতক্ষীরা, কুড়িগ্রাম, কুমিল্লাসহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতে আশ্রিত রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেছে। শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার আবুল কালাম জানান, বর্তমানে রাখাইন রাজ্যের পরিস্থিতি অশান্ত অবস্থায় রয়েছে। ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটি থমকে আছে। এছাড়া হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নিয়েও নতুন কোন সিদ্ধান্ত আসেনি। তিনি জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে।
×