ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেকর্ড উষ্ণতায় অস্ট্রেলিয়ায় জীবন বিপর্যস্ত

প্রকাশিত: ০৬:১০, ২০ জানুয়ারি ২০১৯

রেকর্ড উষ্ণতায় অস্ট্রেলিয়ায় জীবন বিপর্যস্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ রেকর্ড উষ্ণতায় অস্ট্রেলিয়ার জনজীবন বিপর্যস্ত। শনিবার দেশটির কোন কোন অঞ্চলের উষ্ণতার পারদ ৫০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড ছোঁয়। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত গরমজনিত কারণে দেশটির বহু লোক হাসপাতালে ভর্তি হয়। পানির মধ্যে প্রায় ১০ লাখ মাছ গরমে সেদ্ধ হয়ে গেছে। খবর বিবিসি ও আলজাজিরা অনলাইনের। অস্ট্রেলিয়ার জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, প্রতিদিনই গরম বাড়ছে। গত ১০ দিন দেশটিতে একটানা দাবদাহ বইছে। শনিবার দেশটির কোবরা এলাকায় সর্বোচ্চ ৫০ ডিগ্রী তাপমাত্রা অনুভূত হয়। তাপে দেশটির বনাঞ্চলের অনেক প্রাণী মারা যায়। আবার দাবানলের তাপে অনেক প্রাণী বন থেকে বের হয়ে আসে। অনেক লোক গরমজনিত রোগে হাসপাতালে ভর্তি হয়। শনিবার রাতে অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল। ওই রাতে ৩৫ দশমিক ৯ ডিগ্রী তাপমাত্রা অনুভূত হয়। একই দিন দেশটির কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল, ভিক্টোরিয়া, নর্দান টেরিটরি, পশ্চিম অস্ট্রেলিয়া, নিউসাউথ ওয়েলস ও তাসমানিয়াসহ অন্যান্য এলাকায় গরমে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। এসব এলাকার লোকজনকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। হোটেলে অবস্থানরত পর্যটকদের ঠা-া রাখতে কুলিং মেশিন বসানো হয়েছে। সাউথ অস্ট্রেলিয়ার প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গরমের কারণে শনিবার পর্যন্ত অন্তত ১৬ জন লোক হাসপাতালে ভর্তি হয়েছে।
×