ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাফরুলে গৃহবধূর আত্মহত্যা, কদমতলীতে ৩ মাদক কারবারি পাকড়াও

প্রকাশিত: ০৬:১১, ২০ জানুয়ারি ২০১৯

কাফরুলে গৃহবধূর আত্মহত্যা, কদমতলীতে ৩ মাদক কারবারি পাকড়াও

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাফরুলে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এদিকে কদমতলীতে প্রায় সাড়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর কাফরুলে রিপা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার মধ্যরাতে পুলিশ স্থানীয় পূর্ব কাজীপাড়া মাতব্বরের পুকুরপাড় সংলগ্ন একটি বাড়ির ৬ তলায় বেডরুমের দরজা ভেঙ্গে তার পঁচাগলা ঝুলন্ত লাশ উদ্ধার করে। শনিবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে রিপার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, শুক্রবার রাত দেড়টার দিকে পূর্ব কাজীপাড়া মাতব্বরের পুকুরপাড় সংলগ্ন একটি বাড়ির ৬ তলায় দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় রিপার পঁচাগলা মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। এসআই রেজাউল জানান, বাড়ির মালিকের কাছ থেকে জানতে পেরেছি গত ডিসেম্বর মাসে বাসাভাড়া নেয় রিপা। তার একটি সন্তান আছে। স্বামী সঙ্গে ময়মনসিংহে থাকেন। পারিবারিক কলহের জের ধরে নিপা আত্মহত্যা করে থাকতে পারে। তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীর কদমতলীতে প্রায় সাড়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ইকবাল হোসেন (৫০), মেহফুজ আহমেদ (২৩), আশিক হোসেন (২৫), আবুল কাশেম (২৭) ও কাউছার হোসেন (২২)। র‌্যাব-১০ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি আশরাফি তানজিনা জানান, শুক্রবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল মাতুয়াইল গিরিদারা ওভারব্রিজ সংলগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকল, ছয়টি মোবাইল সেট এবং নগদ ২ লাখ ২ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়। সিনিয়র এএসপি আশরাফি তানজিনা জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদকবিক্রেতা। তারা কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। তিনি জানান, অভিযানের সময় কবির আহম্মদ (৪০) ও আনিছুর রহমান (৩০) নামে আরও দুই মাদকবিক্রেতা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে তারা ইয়াবা এনে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে থাকা মাদকের খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০ (খ) ধারায় একটি মামলা হয়েছে বলে র‌্যাব-১০ এর অপারেশন অফিসার আশরাফি তানজিনা জানান।
×