ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘সৌদি যুবরাজ নিয়ে ফয়সালা না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগোবে না’

প্রকাশিত: ০৬:১১, ২০ জানুয়ারি ২০১৯

‘সৌদি যুবরাজ নিয়ে ফয়সালা না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগোবে না’

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিষয়ে ‘ফয়সালা না হওয়া পর্র্যন্ত’ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্ক এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন রিপাবলিকান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের একদিন পর শনিবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। -খবর ওয়েবসাইটের। ‘সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিষয়টি ফয়সালা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক সামনে এগোতে পারে না,’ বলেছেন গ্রাহাম। এ সময় তিনি আরও বলেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যারা জড়িত মার্কিন কংগ্রেস তাদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে। প্রখ্যাত সৌদি সাংবাদিক খাশোগি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন এবং ওয়াশিংটন পোস্টে মতামত কলাম লিখতেন। অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনসুলেটে তাকে হত্যা করা হয়। খাশোগির নিখোঁজ হওয়ার বিষয়ে প্রথমে কিছু জানে না বলে দাবি করেছিল সৌদি আরব, তারপর বিভিন্ন পরস্পরবিরোধী ব্যাখ্যা দেয়; যার মধ্যে অন্যতম হল, ‘নীতিহীন এক অভিযানে খাশোগি নিহত হয়েছেন’। এই হত্যাকাণ্ডের বিষয়ে যুবরাজ কিছুই জানেন না বলে দাবি সৌদি কর্মকর্তাদের। গত বছর দেশটি জানিয়েছে, খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ২১ সৌদি কর্মকর্তাকে হেফাজতে নেয়ার পর তাদের মধ্যে ১১ জনকে অভিযুক্ত করে বিচারের আওতায় আনা হয়েছে। ওই অভিযানের তত্ত্বাবধান করার পর যুবরাজ মোহাম্মদের শীর্ষ সহযোগী সৌদ আল কাহতানিকে বরখাস্ত করা হয়। খাশোগি হত্যায় তাদের ভূমিকার জন্য নবেম্বরে ১৭ সৌদি কর্মকর্তার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। ডিসেম্বরে মার্কিন সিনেট ইয়েমেনের যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি মার্কিন সমর্থন দেয়া বন্ধ করার একটি প্রস্তাব বাস্তবায়নের পক্ষে ভোট দেয় এবং মার্কিন আইনপ্রণেতারা নতুন বছরে সৌদি আরবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দেয়ার প্রতিশ্রুতি দেন।
×