ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

প্রকাশিত: ০৬:১২, ২০ জানুয়ারি ২০১৯

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেত এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিপন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ কেন্দুয়া খালপাড় এলাকার থাকতেন তিনি। সেখানে একটি কারখানায় কাজ করতেন। শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বন্ধু আবুল কালাম আজাদ জানান, শুক্রবার দুপুরে কারখানা বন্ধ থাকায় শিপনসহ তারা দুই বন্ধু মিলে ঘুরতে বের হন। প্রথমে তারা বিমানবন্দর এলাকায় ঘুরতে যান। সেখান থেকে তারা খিলক্ষেত এলাকায় আসেন। এ সময় খিলক্ষেত ফ্লাইওভারের পাশে রেললাইনে দাঁড়িয়ে শিপন ছবি তোলার কথা বলে। পরে শিপন সেলফি তুলতে গেলে পেছন থেকে একটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এ সময় পথচারীরা শিপনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন। বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, শিপন রেললাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়। শনিবার দুপুরে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×