ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আধা মাইল দীর্ঘ নৌকা!

প্রকাশিত: ০৬:১৩, ২০ জানুয়ারি ২০১৯

আধা মাইল দীর্ঘ নৌকা!

সবচেয়ে বড় ড্রাগন নৌকা বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল কম্বোডিয়া। নৌকাটির দৈর্ঘ্য পাক্কা আধা মাইল বা ফ্রান্সের ঐতিহাসিক স্ট্যাচু অব লিবার্টির প্রায় সমান। কম্বোডিয়ার যুব ফেডারেশন ইউওয়াইএফসির উদ্যোগে সম্প্রতি নৌকাটি তৈরি করা হয়। এ নৌকা তৈরি করতে কম্বোডিয়ার জনপ্রিয় কোকি মেয়াভ গাছের গুঁড়ি ব্যবহার করা হয়েছে। কোকি মোয়াভ গাছের কাঠ দীর্ঘদিন পানিতে থাকলেও পঁচে না। ৫০ বছরের বেশি বয়সী একটি গাছের কাঠ এ নৌকায় ব্যবহার করা হয়েছে। নৌকাটির মাথার অংশ ড্রাগনের আদলে তৈরি করা হয়েছে। আর এটির মাথা থেকে শেষ পর্যন্ত কম্বোডিয়ার ঐতিহ্যবাহী নক্সা আঁকা হয়েছে। সম্প্রতি কম্বোডিয়ার একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে নৌকাটি ভাসানো হয়। এদিকে গিনেজ ওয়াল্ড কর্তৃপক্ষ নৌকাটিকে বিশ্বের দীর্ঘ ড্রাগন নৌকার স্বীকৃতি দিয়েছে। -খেমাররুজ টাইমস অবলম্বনে।
×