ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে চর কৃষি ও বাণিজ্যমেলা

প্রকাশিত: ০৭:০৫, ২০ জানুয়ারি ২০১৯

কুড়িগ্রামে চর কৃষি ও বাণিজ্যমেলা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ‘সমৃদ্ধ চর, উন্নত দেশ’ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে ‘চর কৃষি ও বাণিজ্যমেলা’ নামে ব্যতিক্রম ধর্মী এক মেলার আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সুইসকনটাক্ট এম-৪ সি প্রজেক্টের ইন্টারন্যাশনাল এরিয়া ম্যানেজার উৎপল কুমার দত্ত, কো-অর্ডিনেটর আনোয়ারুল ইসলাম, ফুলস্টপ সলিউশন লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার রাকিুবল হাসান, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, চরাঞ্চলের বসবাসরত কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘সমৃদ্ধ চর, উন্নত দেশ’ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে চর কৃষি ও বাণিজ্যমেলার আয়োজন করা হয়েছে। তিনদিনব্যাপী এই মেলা চলবে ২১ থেকে ২৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মেলায় থাকছে কৃষি সরঞ্জামসহ সার, বীজ, কীটনাশক, মেশিনারিজ। এছাড়াও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যসামগ্রী এবং চরাঞ্চলের উৎপাদিত পণ্য বিভিন্ন কোম্পানির সঙ্গে সরাসরি আদান-প্রদানের জন্য যোগাযোগ স্থাপন করার লক্ষ্যেই মেলার আয়োজন করা হবে। এ মেলা উপলক্ষে চলছে ব্যাপক প্রচারাভিযান। আশা করা হচ্ছে চরাঞ্চলের হাজার হাজার কৃষক এ মেলায় অংশ নেবে। জ্বালানি তেলের উৎপাদন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক রিপোর্টার ॥ বৈশ্বিক চাহিদা সংকটের শঙ্কায় জ্বালানি তেলের উৎপাদন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এতে আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী হয়েছে পণ্যটির দাম। শুক্রবার প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়াট- ডব্লিউটিআই ক্রুড অয়েল বিক্রি হয় ৫২ ডলারে। মাত্র একদিনের ব্যবধানে যা প্রায় ১ শতাংশ কমেছে। ব্রেন্ট ক্রুডের দামও কমেছে ১ শতাংশের বেশি। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ৬১ ডলারে। বিশ্লেষকরা বলছেন, সপ্তাহের ব্যবধানে দৈনিক জ্বালানি তেল উৎপাদন ২ লাখ ব্যারেল বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ফলে বিশ্ববাজারে এর দাম নিম্নমুখী হয়েছে।
×