ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে নাট্যধারার দুই নাটকের তিন প্রদর্শনী

প্রকাশিত: ০৭:২২, ২০ জানুয়ারি ২০১৯

ভারতে নাট্যধারার দুই নাটকের তিন প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ ভারতে দুটি মঞ্চে দুই নাটকের তিনটি মঞ্চায়নের জন্য আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন নাট্যধারা। দল সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগরের হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থার রজতজয়ন্তী বর্ষে এপার বাংলা-ওপার বাংলা উৎসবে আগামীকাল প্রদর্শিত হবে নাট্যধারার অন্যতম জনপ্রিয় প্রযোজনা নাটক ‘আয়না বিবির পালা’। এছাড়া একই উৎসবে নাট্যধারার আরেক প্রযোজনা পথনাটক ‘টিক টক’-এর উদ্বোধনী মঞ্চায়ন হবে। অন্যদিকে কলকাতার দক্ষিণেশ্বর নাট্যোৎসবে ‘আয়না বিবির পালা’ নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে রবিউল আলমের নাট্যরূপ ও নির্দেশনায় ‘আয়না বিবির পালা’ নাটকটির নবনির্দেশনা এবং কোরিওগ্রাফ করেছেন লিটু সাখাওয়াত। ‘টিক টক’ পথনাটকও রচনা ও নির্দেশনা দিয়েছেন লিটু সাখাওয়াত। ‘আয়না বিবির পালা’ নাটকের সঙ্গীত পরিচালনা করেছেন লিটু সাখাওয়াত এবং সব্যসাচী চঞ্চল। পোশাক ও মুখোশ ডিজাইন করেছেন শুচিস্মীতা বোস শাওলী। সেট ডিজাইন করেছেন রফিকুল ইসলাম। আলোক পরিকল্পনায় আছেন শাকিল আহমেদ। ‘আয়না বিবির পালা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন লিটু সাখাওয়াত, দীপান্বিতা, গাজী রহিসুল ইসলাম তমাল, কামাল হোসেন, হাফসা আক্তার, ছন্দারিনা গীতি, মোঃ রুবেল, সব্যসাচী চঞ্চল, রফিকুল ইসলাম, রুবেল, মেরাজ, রবিন, নাঈম, রাফসান প্রমুখ। নবনির্দেশক লিটু সাখাওয়াত ‘আয়না বিবির পালা’ নাটক প্রসঙ্গে বলেন, আবহমান বাংলার চিরায়ত নাট্যরীতি পালা। তবে নাট্যধারা তাদের ‘আয়না বিবির পালা’ প্রযোজনায় পালারীতি থেকে কিছুটা বেরিয়ে এসেছে। বাঙালী সংস্কৃতির অন্যতম প্রধান ঐতিহ্য পালাগান। খোলা আকাশের নিচে উন্মুক্ত প্রান্তরে পালাকার যা শত বছর ধরে পরিবেশন করে আসছে, তা আমরা প্রসেনিয়ামের ঘেরাটোপে সুনির্দিষ্ট চরিত্রায়নে দর্শকের সামনে তুলে ধরেছি। সেই দূর-দূরান্তের সতী সাবিত্রী থেকে আজকের যুগ- কী অসীম শক্তিধর নারী। আদরে, সোহাগে, শাসনে, সাহসে-কোথায় অবদান নেই নারীর! তবুও অস্তিত্ব আর আত্মসম্মানে সর্বত্র শুধুই তাকে যুদ্ধ করতে হয়। তেমনই এক ত্যাগী ও যোদ্ধা নারী আয়না বিবি। নারী জাগরণের প্রতিভূ ময়মনসিংহ গীতিকার গাথার এই শক্তিমতির গল্প এবার দেখা যাবে ভারতের একাধিক মঞ্চে।
×