ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আলোচনায় মীর সাব্বির

প্রকাশিত: ০৭:২৩, ২০ জানুয়ারি ২০১৯

আলোচনায় মীর সাব্বির

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের টিভি চ্যানেলের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। অসংখ্য টিভি নাটক টেলিফিল্মে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে একজন মেধাবী অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। একজন শক্তিমান অভিনেতা হিসেবে মীর সাব্বির জনপ্রিয়তা আকাশচুম্বী। পাশাপাশি নির্মাণেও তিনি বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তবে অভিনেতা হিসেবেই তিনি সব কিছুকে ছাপিয়ে গেছেন। বিশেষ করে সম্প্রতি মীর সাব্বির মানেই টি আর পি। ২০১৮ সালে দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হওয়া ধারাবাহিক নাটকগুলোর মধ্যে যেসব আলোচনায় এবং টি আর পিতে ছিল তার বেশির ভাগ নাটকের প্রধান চরিত্রে ছিলেন মীর সাব্বির। টি আর পি নিয়ে আলোচনা এবং সমালোচনা থাকলেও দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো ভিউয়ার্সের থেকেও টি আর পিকেই গুরুত্ব দিচ্ছে। তার প্রমাণ আরটিভিতে প্রচার হওয়া মীর সাব্বির পরিচালিত এবং অভিনীত ‘নোয়াশাল’। অনেক জনপ্রিয় তারকা পরিচালক নাট্যকারের ধারাবাহিক নাটকগুলো অনেক মানসম্মত হওয়ার পরেও শুধু টি আর পির কারণেই ‘নোয়াশাল’কে টপকাতে পারেনি। ২০১৯ সালেও মীর সাব্বিরের এই নাটকটি তার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে। অপ্রতিদ্বন্দ্বীভাবে এগিয়ে চলবে ‘নোয়াশাল’। এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ‘নোয়াশাল’ ছাড়াও মীর সাব্বির অভিনীত ২০১৮ সালে প্রচার হওয়া ‘কমেডি-৪২০’, ‘বিড়ম্বনা’, ‘ক্যাটহাউস’, ‘মালেক হইতে সাবধান’সহ আরও কিছু সিরিয়াল টি আর পিতে ছিল। এছাড়া মীর সাব্বির পরিচালিত ও অভিনীত ‘বাপবেটার বিয়ে’ খন্ড নাটকটিও টি আর পিতে প্রথম স্থান অধিকার করে। সব মিলিয়ে সম্প্রতি মীর সাব্বিরের জয়জয়কার চলছে। অদূর ভবিষ্যতে তিনি তার শিল্পী এবং পরিচালক সত্ত্বার সাফল্য ধরে রাখবেন সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
×