ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেভিয়াকে হারিয়ে রিয়ালের প্রতিশোধ

প্রকাশিত: ১৮:১১, ২০ জানুয়ারি ২০১৯

সেভিয়াকে হারিয়ে রিয়ালের প্রতিশোধ

অনলাইন ডেস্ক ॥ লা লিগায় সেভিয়ার কাছে প্রথম পর্বে হারের প্রতিশোধ নিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ফিরতি পর্বে সান্তিয়াগো সোলারির দল জিতেছে কাসেমিরো ও লুকা মদ্রিচের গোলে। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার স্থানীয় সময় বিকালে ২-০ গোলে জেতে রিয়াল। গত সেপ্টেম্বরে সেভিয়ার মাঠে ৩-০ গোলে হেরেছিল তারা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই রিয়ালকে এগিয়ে দিতে পারতেন ভিনিসিউস জুনিয়র। ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে তার কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান চেক রিপাবলিকের গোলরক্ষক তমাশ ভাতস্লিক। পাল্টা আক্রমণে ২২তম মিনিটে ভালো একটি সুযোগ নষ্ট করেন সেভিয়ার স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও এসকুদেরো। বিরতির পর একের পর এক আক্রমণ করতে থাকা রিয়াল ৬৭তম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয়। স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবাইয়োসের দূরপাল্লার শট লাগে ক্রসবারে। অবশেষে ৭৮তম মিনিটে অপেক্ষা শেষ হয় রিয়ালের। অনেক দূর থেকে উঁচু জোরালো শটে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ঝাঁপিয়ে বলে হাত লাগিয়েছিলেন গোলরক্ষক; কিন্তু রুখতে পারেননি। বল ক্রসবারের নিচের কানায় লেগে জালে জড়ায়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয় নিশ্চিত করেন মদ্রিচ। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন গত বছরের ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর জয়ী ক্রোয়াট এই মিডফিল্ডার। ২০ ম্যাচে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। চার নম্বরে নেমে যাওয়া সেভিয়ার পয়েন্ট ৩৩। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৯ ম্যাচে ৪৩।
×