ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগান প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন হেকমতিয়ার

প্রকাশিত: ১৮:৪১, ২০ জানুয়ারি ২০১৯

আফগান প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন হেকমতিয়ার

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের যুদ্ধবাজ নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার শনিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে যোগ দিয়েছেন। এতে প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। গুলবুদ্দিন হেকমতিয়ারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল তালেবান। কিন্তু দুই দশক নির্বাসনে থাকার পর আশরাফ ঘানিই তাকে দেশে আসতে সহায়তা করেন। নব্বইয়ের দশকে প্রাণঘাতী গৃহযুদ্ধে কয়েক হাজার লোককে হত্যা করেছিল তার যোদ্ধারা। ২০১৬ সালে নির্বাসন থেকে ফিরে আসার পরও তাকে ঘিরে থাকা বিতর্ক চলমান রয়েছে। তার দল হিজব-ই-ইসলামকে বৈধতা দিতেই জুলাইতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশ্লেষকরা দাবি করেছেন। আফগানিস্তানের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সময় তার দলের বিরুদ্ধে নৃশংস অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। এতে ১৯৯৬ সালে দেশটিতে তালেবানের আবির্ভাবকে স্বাগত জানিয়েছিল আফগান জনগণ। তখন মানুষের মনে আশা ছিল, গৃহযুদ্ধকবলিত আফগানিস্তানে তালেবান শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হবে। ২০০৩ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসীদের তালিকায় তার নাম ওঠে। যুক্তরাষ্ট্র আল কায়েদা ও তালেবানের হামলায় সহায়তার অভিযোগ আনে তার বিরুদ্ধে। পরবর্তী সময় হেকমতিয়ারের সঙ্গে আশরাফ ঘানির শান্তিচুক্তিকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। ২০১৬ সালে হেকমতিয়ারের জন্য দায়মুক্তি ঘোষণা করে আফগান সরকার। কিন্তু আফগানিস্তানে তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা রয়েছে। দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি জানিয়ে হেকমতিয়ার বলেন, বর্তমান সরকার তালেবানের সঙ্গে যুদ্ধের অবসানে ব্যর্থ হয়েছে।
×