ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চেলসিকে হারিয়ে আর্সেনালের মধুর প্রতিশোধ

প্রকাশিত: ১৮:৫৮, ২০ জানুয়ারি ২০১৯

চেলসিকে হারিয়ে আর্সেনালের মধুর প্রতিশোধ

অনলাইন ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে আর্সেনাল। আলেকসঁদ লাকাজেত ও লঁরা কোসিয়েলনির গোলে নিয়েছে প্রথম পর্বে হারের মধুর প্রতিশোধ। এমিরেটস স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বিকালে ২-০ গোলে জেতে স্বাগতিকরা। গত আগস্টে চেলসির মাঠে ৩-২ গোলে হেরেছিল আর্সেনাল। ম্যাচের চতুর্দশ মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন লাকাজেত। এক্তর বেইয়েরিনের উঁচু করে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে এক টোকায় পেদ্রোকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড। ৩৯তম মিনিটে কিছুটা সৌভাগ্যসূচক গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। গ্রিক ডিফেন্ডার সক্রাতিস পাপাস্তাথোপুলসের উঁচু করে বাড়ানো বলে হেড করতে গিয়ে মাথা ছোঁয়াতে পারেননি কোসিয়েলনি। তবে বল তার কাঁধে লেগে জালে জড়ায়। বিরতির ঠিক আগে ভাগ্যের ফেরে গোল পায়নি হয় চেলসি। স্প্যানিশ ডিফেন্ডার আলোনসোর লাফিয়ে নেওয়া হেডে বল পোস্টে লেগে ফেরে। ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রাখা চেলসি শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায়। দ্বিতীয়ার্ধে ভালো কোনো সুযোগ তৈরি করতে না পরা মাওরিসিও সাররির দল লিগে চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। ১৩ জয় ও পাঁচ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তারপরেই আছে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসকে ৪-৩ গোলে হারানো লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪৮। দিনের আরেক ম্যাচে পল পগবা ও মার্কাস র্যাশফোর্ডের গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-১ ব্যবধানে হারানো ম্যানচেস্টার ইউনাইটেডের অর্জনও আর্সেনালের সমান ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট; তবে গোল ব্যবধানে পিছিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।
×