ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারী শহরের শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২০:৩৮, ২০ জানুয়ারি ২০১৯

নীলফামারী শহরের শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ জেলা শহরের সার্কিটহাউস সড়কের ডিসি ও এসপি অফিসের সামনে শতবর্ষী ঐতিহ্যবাহী তাজা কাঠ বাদাম জীবিত গাছ নিধনের চক্রান্তকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টা হতে দুই ঘন্টা ব্যাপী ওই কর্মসুচি পালন করা হয় শহরের প্রধান সড়ক চৌরঙ্গী মোড়ের স্মৃতিঅম্লান চত্বরে। নীলফামারী বাসীর ব্যানারে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ,স্কাউট এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নীলফামারীর শহরে শতবর্ষী ঐতিহ্যবাহী তাজা কাঠবাদাম জীবিত গাছ নিধনের চক্রান্ত করা হচ্ছে। আপনারা এটা আমলে নিন। বিচার করুন। জেলা পরিষদ গাছ কেটে প্রমাণ করেছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে। মানববন্ধরে আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সাবেক সচিব আমিনুল হক, জেলা মুক্তিযোদ্ধার ডিপুটি কমান্ডার কান্তিভূষন কুন্ডু, জেলা মানবাধিকার সংগঠনের সভাপতি মোস্তাফিজার রহমান দুলাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফোরামের সাধারন সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, শ্রমিক লীগের জেলা সাধারন সম্পাদক আমজাদ হোসেন. উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মৃণাল কান্তি, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক ফিরোজ আহমেদ প্রমুখ। অভিযোগ উঠেছে যে, গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উক্ত এলাকার কাঠবাদাম দুইটি গাছ কাঠুরি লাগিয়ে কর্তন করতে থাকে। এ সময় এলাকাবাসী দেখতে পেয়ে গাছকাটার প্রতিবাদ জানিয়ে গাছ নিধন বন্ধ করে দেয়। এমন কি গাছ নিধনের চেষ্টার ঘটনা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জেলা প্রশাসক কে স্মারকলিপি ও সদর থানায় একটি জিডি করেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
×