ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কারাগারে থাকা জঙ্গীদের ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল রিপন

প্রকাশিত: ২২:০৩, ২০ জানুয়ারি ২০১৯

কারাগারে থাকা জঙ্গীদের ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করেছিল রিপন

অনলাইন রিপোর্টার ॥ হলি আর্টিজান হামলা মামলার চার্জশিটভুক্ত আসামিদের কারাগার থেকে ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল এই মামলার পলাতক আসামি জঙ্গী মামুনুর রশিদ রিপন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যা ব। আজ রবিবার কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ কথা জানান। তিনি বলেন, ২০১৪ সালে ত্রিশালের মতো জঙ্গি ছিনতাই পরিকল্পনা করেছিল তারা। ত্রিশালের মতো আরেকটি ঘটনা ঘটিয়ে জঙ্গিদের উজ্জীবিত করার চেষ্টা করেছিল তারা। মূলত হলি আর্টিজান হামলা মামলার চার্জশিটভুক্ত আসামিদের ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। এর আগে শনিবার মধ্যরাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি বাস থেকে তাকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বোর্ডবাজার এলাকায় রাত ১টার দিকে ঢাকামুখী একটি বাস থেকে রিপনকে আটক করা হয়। তিনি হালুয়াঘাট থেকে ঢাকার দিকে আসছিলেন। রিপন হলি আর্টিজানে জঙ্গি হামলায় অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী ছিলেন।
×