ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি চেষ্টার অভিযোগে এসআইসহ আটক ৫

প্রকাশিত: ২৩:২৫, ২০ জানুয়ারি ২০১৯

মির্জাপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি চেষ্টার অভিযোগে এসআইসহ আটক ৫

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগে পুলিশের এক এসআইসহ পাঁজজনকে আটক করে স্থানীয় জনতা। শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। পরে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার রাত আনুমানিক দুইটার দিকে মির্জাপুর থানার উপ পরিদর্শক সোহেল কদ্দুছ সাদা পোশাকে ৬/৭ জন যুবককে নিয়ে গেড়ামারা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আলমাছ মিয়ার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। দরজা না খুলে আলমাছ তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পুলিশ পরিচয় দেন। গভীর রাতে বিনা কারণে ৬/৭ যুবকের উপস্থিতি জানতে পেয়ে বাড়ির মালিকের সন্দেহ হয়। এসময় তিনি তার পরিবারের লোকজন ভয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। চিৎকার শোনে গ্রামের লোকজন এগিয়ে এসে তাদের ঘেরাও করে পাঁচ যুবককে আটক করেন। আটককৃত পাঁচ যুবকের মধ্যে মির্জাপুর থানার এসআই সোহেল কদ্দুছও রয়েছেন। এসআই সোহেল কদ্দুছ ছাড়া আটকৃত অন্যরা হলেন রংপুর জেলার শহিদুর রহমান ও সাইদুল ইসলাম, উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেন ও মীর দেওহাটা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া। সিঙ্গাপুর প্রবাসী আলমাছ মিয়া জানান, গভীর রাতে দরজায় আঘাত করার পর আমরা ভয়ে আতঙ্কিত হয়ে উঠি। পুলিশ পরিচয় দিলেও তাদের পুলিশের মত মনে হয়নি। পরে চিৎকার করলে গ্রামবাসী এসে তাদের ধরে ফেলেন। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। এসআই সোহেল কদ্দুছের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে। আটককৃত অন্যদের বিষয়ে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
×