ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: ২৩:৫৯, ২০ জানুয়ারি ২০১৯

ঈশ্বরদীতে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আজ রবিবার সকালে ঈশ্বরদীতে পাঁচ দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ১ নং সাঁড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আরামবাড়িয়ার আসনা ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বেলুন উড়িয়ে এসব প্রতিযোগিতার উদ্বোধন করেন,সাবেক ভ’মিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ নেতা বশির আহমেদ বকুল, মাহমুদা বেগম, জমসেদ আলী সরকার, আলহাজ্ব আনোয়ার হোসেন সরদার, জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাসসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেন,৭১ সালে স্বাধীনতাবিরোধী পাকিস্তানী বাহিনী এবং জামায়াতে ইসলামীসহ অন্যান্য বিরোধী শক্তিকে পরাজিত করে দেশকে স্বাধীন করেছি। স্বাধীনতা বিরোধীরা এদেশে ৩০ লাখ মানুষকে হত্যা করেছে । লাখ লাখ বাড়ি ঘর পুড়িয়েছে আর মা বোনদের সম্ভ্রম হানি করেছে। বিশ্ব মানবতার মাতা শেখ হাসিনার ভিশন ’২১ সাল থেকে ’৪১ সালের মধ্যে বাংলা দেশ ও দেশের মানুষকে বিশ্বের উন্নত দেশের কাতারে উন্নীত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পাঁচ দিন ব্যাপি আয়োজিত ঈশ্বরদীর সেরা ও আকর্ষনীয় এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাঁড়া ইউনয়নের ১৭ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩৭ ইভেন্টে অংশ নিবে।
×