ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঢাবির সাংবাদিকতা বিভাগের পাঁচ শিক্ষার্থী পেল আতাউস সামাদ স্মারক বৃত্তি

প্রকাশিত: ০০:১৩, ২০ জানুয়ারি ২০১৯

ঢাবির সাংবাদিকতা বিভাগের পাঁচ শিক্ষার্থী পেল আতাউস সামাদ স্মারক বৃত্তি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ২০১৮ সালেস্নাতক সম্মান পরীক্ষায় ভালো ফলাফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাঁচ মেধাবী শিক্ষার্থীকে ‘আতাউস সামাদ স্মারক বৃত্তি’প্রদান করা হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমদ চেীধুরী মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের স্মারক বৃত্তি প্রদান করেন। বৃত্তি প্রাপ্তরা হলেন স্নাতক ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক আল হাসান, মো. নাজমুল হুসাইন, মোস্তফা মো. তাহান, ইশরাতুল জাহান শোভা ও ইসতিয়াক আহমেদ। এছাড়া দেশে সাংবাদিকতা পেশার উন্নয়নে অনন্য অবদানের জন্য আবদুল গাফ্ফার চেীধুরীকে ‘আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা’ প্রদান করা হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাবেরী গায়েন এর সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ‘সংবাদপত্রে কলাম: তাৎপর্য ও শৈলী’ শিরোনামে স্মারক বক্তব্য দেন বিভাগের প্রাক্তন শিক্ষক ও সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান। এসময় উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মো. আলী, অধ্যাপক গীতি আরা নাসরীন, মফিজুর রহমান, শাওন্তী হায়দার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিভাগের সাবেক শিক্ষার্থী সাহস মুস্তাফিজ আবদুল গাফ্ফার চেীধুরীর স্মরণে রবীন্দ্র সংগীত ‘বসে আছি কবে শুনিব তোমারই বাণী’ পরিবেশন করেন। আবদুল গাফ্ফার চৌধুরীর অনুপস্থিতে তার নিকটজন আলী হাবিবের হাতে আজীবন সম্মাননার ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন উপাচার্য। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বড় দর্শন হলো বৈচিত্রতার মধ্যে একতা। এটি খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের এই বার্তা দেয় যে, আমাদের মধ্যে বৈচিত্রতা থাকবে, বিভিন্ন পরিচয় থাকবে, মতপার্থক্য থাকবে, ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষ থাকবে; কিন্তু সবার মধ্যে একটি একতা থাকবে।
×