ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুল্ক ব্যবস্থার পরিবর্তনে ২৪শ' কোটি টাকার প্রকল্প

প্রকাশিত: ০১:২৯, ২০ জানুয়ারি ২০১৯

শুল্ক ব্যবস্থার পরিবর্তনে ২৪শ' কোটি টাকার প্রকল্প

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে। এজন্য সরকার হাতে নিতে যাচ্ছে ২ হাজার ৪শ কোটি টাকার নতুন একটি প্রকল্প। যাতে আমদানি-রফতানিতে সময় আর ব্যয় কমবে। বাড়বে স্বচ্ছতা-জবাবদিহিতা। রবিবার সকালে চট্টগ্রাম কাস্টম হাউসে এনবিআর ও ইউএসএইডের যৌথ উদ্যোগে বাস্তবায়িত সাসটেইনেবল ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প বিষয়ক কর্মশালায় এনবিআর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আমদানি-রফতানি পদ্ধতি সহজ করা, সময় ও ব্যয় কমানো এবং অটোমেশন কার্যক্রম জোরালো করার নানা উদ্যোগ রয়েছে এনবিআরের। যার একটি সাসটেইনেবল ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প। দুই ধাপে সাড়ে ৫ বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এনবিআর ও ইউএসআইডির যৌথ উদ্যোগে। ২০১৩ সালে যা শুরু হয়ে শেষ হচ্ছে আগামী মার্চে। তাই প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করতে দিকনির্দেশনা দিতেই এই কর্মশালার আয়োজন। কর্মশালায় এনবিআরের সদস্য আমিনুর রহমান জানান, শুল্কায়নসহ আমদানি-রফতানি প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আসছে। যা বাস্তবায়নে ২৪শ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের প্রস্তুতি নেয়ার আহবান জানান তিনি। এনবিআর-ইউএসআইডি বিটিএফএ প্রকল্পের প্রধান মো. নাসির উদ্দিন বলেন, বাণিজ্য গতিশীল করতে সরকারের নেয়া নানা পদক্ষেপের সুফল সংশ্লিষ্টদের কাজে লাগাতে হবে। অবশ্য এজন্য সবার মানসিকতার পরিবর্তন দরকার বলেও মনে করেন ব্যবসায়ীদের কেউ কেউ। সাসটেইনেবল ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্পে বাস্তবায়ন করা হচ্ছে ১৩টি কম্পোনেন্টে।
×