ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গলাচিপা উপজেলাকে দুর্নীতি ও মাদকমুক্ত করার প্রত্যাশা

প্রকাশিত: ০২:০৮, ২০ জানুয়ারি ২০১৯

গলাচিপা উপজেলাকে দুর্নীতি ও মাদকমুক্ত করার প্রত্যাশা

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলাকে দুর্নীতি ও মাদকমুক্ত করার প্রত্যাশার কথা জানালেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের অন্যতম মনোনয়ন প্রত্যাশী শওকত হোসেন ভুলু। গতকাল শনিবার রাতে গলাচিপা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সন্মেলনে তিনি তার এ প্রত্যাশার কথা জানান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ থেকে যদি মনোনয়ন লাভ করি এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে কোন কাজেই সামান্যতম দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না। শিক্ষা ব্যবস্থা থেকে সবার আগে দুর্নীতি উচ্ছেদ করা হবে। বয়স্কভাতা, ভিজিডিসহ সরকারী যে সকল সহায়তামূলক প্রকল্প চলমান রয়েছে, তা দুর্নীতিমুক্ত করা হবে। চাঁদাবাজি এবং সালিশবাণিজ্য বন্ধ করা হবে। এলাকার প্রতিটি মাদকের আখড়া খুঁজে বের করা হবে এবং প্রশাসনের সহায়তায় তা উচ্ছেদ করা হবে। একটি মানুষকেও মাদকাসক্ত হতে দেয়া হবে না। চিকিৎসাসেবা সহজলোভ্য করা হবে। এলাকার প্রতিটি গ্রামে সুষম উন্নয়ন করা হবে। প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে শওকত হোসেন ভুলু নিজেকে আওয়ামী লীগের যোগ্য প্রার্থী দাবি করে জানান, তিনি আওয়ামী পরিবারের সন্তান। জন্মলগ্ন থেকে পারিবারিক ভাবেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। বর্তমানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য। এক-এগারোর সময় জননেত্রীর মুক্তির দাবিতে জেলে গিয়েছিলেন এবং নির্যাতনের শিকার হয়েছিলেন। এছাড়া, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে সক্রিয় যুক্ত ছিলেন। স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদার ভুয়সী প্রশংসা করে শওকত হোসেন ভুলু বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য এমপি একজন সৎ, দক্ষ ও যোগ্য মানুষ খুঁজছেন। যা এর আগে কখনই হয়নি। আশা করি আমি তার (এমপি) প্রত্যাশা পূরণ করতে পারবো এবং দল আমাকে মনোনয়ন দেবে। এমপির হাত ধরেই এলাকার উন্নয়নকে এগিয়ে নেব।
×