ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহরাস্তিতে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০২:৩৭, ২০ জানুয়ারি ২০১৯

শাহরাস্তিতে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

সংবাদদাতা, হাজীগঞ্জ, চাঁদপুর ॥ চাঁদপুরের শাহরাস্তিতে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় স্বামীকে গ্রেফতার করে পুলিশ জেলহাজতে পাঠিয়েছে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে। শাহরাস্তি পৌরসভাধীন সুয়াপাড়া গ্রামের গাজী বাড়িতে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের শিকার গৃহবধূর নাম শিউলি আক্তার (২২)। জেলার হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা ছৈয়াল বাড়ির হোসেন ছৈয়ালের মেয়ে শিউলি। ২০১৬ সালে শিউলি আক্তারকে সুয়াপাড়া গ্রামের ইয়াছিন গাজীর ছেলে ওসমান গাজীর সাথে বিয়ে দেওয়া হয়। তার দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে। থানায় মামলা ও শিউলির পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে ওসমান গাজী যৌতুকের জন্য শিউলি আক্তারকে অত্যাচার-নির্যাতন করে আসছে। এ ঘটনায় একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু শিউলির জীবনে সুখ ফেরেনি। শনিবার দুপুরে ওসমান গাজী ও পরিবারের সদস্যরা যৌতুকের টাকার জন্য তাকে নির্যাতন করে। একপর্যায়ে ওসমান গাজী শিউলির গলা টিপে হত্যা করে। পরে তার লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ এসময় ওসমান গাজীকেও থানায় নিয়ে যায়। শিউলির চাচী হারেছা বেগম জানান, শিউলির স্বামী হোন্ডার গ্যারেজে কাজ করতেন। সারাদিন নেশাগ্রস্থ থাকতেন। শিউলিকে কারণে অকারণে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মারধর করত। যে কারণে বেশিরভাগ সময়ে সে আমাদের বাড়িতে থাকত। শনিবার দুপুরে তাকে মেরে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়। তারা এ ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে প্রচার করে। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম জানান, শিউলিকে হত্যার ঘটনায় স্বামীসহ পাঁচজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বামী ওসমান গাজীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার জেলহাজতে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
×