ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গলাচিপায় জমি জালিয়াতচক্রের হোতা গ্রেফতার

প্রকাশিত: ০২:৫৬, ২০ জানুয়ারি ২০১৯

গলাচিপায় জমি জালিয়াতচক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় জমিজমা জালিয়াতচক্রের অন্যতম হোতা মোঃ নজরুল ইসলাম হাওলাদারকে (৫০) গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার রাতে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চরবিশ্বাস এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে প্রচুর জাল-জালিয়াতি কাগজপত্র উদ্ধার করা হয়। পটুয়াখালী গোয়েন্দা পুলিশের এসআই মোঃ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল দলিল চক্রের মূল হোতা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮টি জাল দলিল, ১০টি পাকিস্তানী আমলের সাদা স্ট্যাম্প, ১টি তিন শ’ টাকা মূল্যমানের অলিখিত স্ট্যাম্প, বিভিন্ন ব্যক্তির ৯টি জাতীয় পরিচয়পত্র, ১১১টি লিখিত খতিয়ান খোলার ফরম, ১টি ৬ পৃষ্ঠা সম্বলিত ম্যাপ, জেলা জজ ও জেলা প্রশাসকসহ সরকারী বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তার নামে তৈরী ৯টি সীল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল দীর্ঘ ২৫-৩০ বছর ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্ন অফিসারের জাল সীল, স্ট্যাম্প ও খতিয়ান তৈরি করে দক্ষিণ চরবিশ্বাস এলাকায় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। নজরুল দক্ষিণ চরবিশ্বাস এলাকার মৃত আবদুর রাজ্জাক হাওলাদারের ছেলে। গলাচিপা উপজেলা শহরের লঞ্চঘাট এলাকায় তার একটি আবাসিক হোটেল রয়েছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
×