ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নাটোরে পৌর কাউন্সিলর খুন

প্রকাশিত: ০৩:৫০, ২১ জানুয়ারি ২০১৯

 নাটোরে পৌর কাউন্সিলর খুন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২০ জানুয়ারি ॥ পূর্ব বিরোধের জের ধরে লালপুরের গোপালপুর পৌরসভার কাউন্সিলর জামিলুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের সামনে এই হত্যাকা-টি ঘটে। নিহত জামিলুর রহমান উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত কামারুজ্জামান কমরের ছেলে ও গোপালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ও এলাকাবাসী জানান, স্থানীয় যুবলীগ কর্মী জাহারুল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধন শেষে কাউন্সিলর জামিলুর রহমান লালপুর উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাউন্সিলর জামিলুর রহমানকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাবনা নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নে বিলের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাফিজুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত দশটার দিকে ওই ইউনিয়নের শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান কৈজুরী শ্রীপুর গ্রামের রতন হোসেনের ছেলে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, শ্রীপুর গ্রামের পার্শ্ববর্তী চত্রা বিলের দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাফিজের সঙ্গে একই এলাকার সাব্বির হোসেনের বিরোধ চলছিল। তারা দুইজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান তিনি। এর জের ধরে শনিবার সন্ধ্যায় সাব্বির ও হাফিজের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে রাতে হাফিজকে একা পয়ে একদল সন্ত্রাসী তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। জামালপুর নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ছমর আলী (৬৫) নামের একজন কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। জানা গেছে, বাঙ্গালপাড়া গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে ছমর আলী ও তার ছেলে নূর হোসেন স্থানীয় কামালেরবার্তী গ্রাম থেকে ফেরার পথে দশানী নদীর পাড়ে অজ্ঞাত একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা কৃষক ছমর আলীকে উপর্যুপরি কুপিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাস্থলেই ছমর আলী মারা যান। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত নূর হোসেনকে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই বকশীগঞ্জ থানা পুলিশ ছমর আলীর মরদেহ উদ্ধার করে। ছমর আলীর পরিবারের অভিযোগ, প্রতিবেশী সাহাজল হকের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তারাই ছমর আলীকে নির্মমভাবে হত্যা করেছে। তবে এ ঘটনার পর থেকে সাহাজল হক ও তার লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কৃষক হত্যার ঘটনায় রাতেই বকশীগঞ্জ থানা পুলিশ সাহাজল হকের আত্মীয় ফকির আলী ও শাহজাহান আলীকে আটক করেছে। মানিকগঞ্জ নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, সাটুরিয়া উপজেলায় নিখোঁজের ৩ দিন পর জুবায়ের হোসেন (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের জালসূকা এলাকার একটি লেবু বাগান থেকে ওই মরদেহটি উদ্ধার করে র‌্যাব ৪ ও সাটুরিয়া থানার পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে জালসূকা গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় জুবায়ের। নিহত জুবায়ের জালসূকা গ্রামের শামসুল হকের ছেলে ও স্থানীয় জালসূকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে অপহরণ হয় জুবায়ের। পরে শুক্রবার জুবায়েরের পরিবারের মুঠোফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি থানা পুলিশকে অবহিত করে জুবায়েরের মা ওই টাকা নিয়ে সাভার ওভার ব্রিজের নিচে দীর্ঘ সময় অপেক্ষা করেন। কিন্তু অপহরণকারীরা আর যোগাযোগ না করায় তিনি ওই টাকা নিয়ে ফেরত আসেন। রবিবার সকালে জুবায়েরের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ছাদেকা আক্তার (২৬) নামের দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে ডোমার পুলিশ। রবিবার সকালে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া দর্জিপাড়া এলাকার তার স্বামীর বাড়ির পাশের আমগাছ হতে তার মরদেহ উদ্ধার করা হয়। ছাদেকা ওই এলাকার আইজুল হকের স্ত্রী। জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে ছাদেকার বাবা চিকনমাটি ঠাটারীপাড়া এলাকার আবদুল সাত্তার তার মেয়ের অপমৃত্যুর সংবাদ লিখিতভাবে জানালে সকালে তার লাশ উদ্ধার করা হয়। সকালে পুলিশ ঘটনাস্থল গেলে ছাদেকার মুখে ওড়না দিয়ে বাঁধা লাশ উদ্ধার করে। নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে একটি বিল থেকে মোজাম্মেল মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভরবদী শ্মশান সংলগ্ন বিলের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোজাম্মেল উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার অলিউল্লাহর ছেলে। সে রূপগঞ্জের গামটেক্স গার্মেন্টসে কাজ করত। জানা গেছে, রবিবার সকালে উপজেলার উচিৎপুরা বিলে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। মোজাম্মেলের মা ফাতেমা জানান, শনিবার সকালে খাওয়া-দাওয়া করে তার ছেলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে বাড়ি ফিরেনি। রবিবার সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে বিলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।
×