ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চন্দ্রঘোনায় আগুন ॥ ৪ গুদাম ও বাড়ি ভস্মীভূত

প্রকাশিত: ০৩:৫৪, ২১ জানুয়ারি ২০১৯

 চন্দ্রঘোনায়  আগুন ॥ ৪ গুদাম ও  বাড়ি ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ২০ জানুয়ারি ॥ রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজারে এক অগ্নিকান্ডে মালামালসহ কয়েকটি গুদাম ও বসতঘর ভস্মীভূত হয়েছে। রবিবার সকাল প্রায় ১০টার দিকে বাজারের ট্রান্সফরমার এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লোকমান তালুদার জানান, একটি তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন জ¦লে উঠলে বাজারের ব্যবসায়ীরা এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। এ সময় অগ্নিকান্ডের সংবাদ দেয়া হলে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। পরে কাপ্তাই ফায়ার স্টেশনের কর্মীরাও ঘটনাস্থলে আসে। লোকজনের সহায়তায় উভয় ফায়ার ব্রিগেডের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে বাজারের কাজী ইমরানের শাহ আমানত কোকারিজ, মোহাম্মদ ইব্রাহিমের মদিনা ফার্নিচার, মোহাম্মদ হুমাইয়ুনের আজমির বেডিং, মোহাম্মদ সফির মদিনা বেডিংয়ের মালামাল রক্ষিত গুদাম এবং মোহাম্মদ সেলিমের একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। মুন্সীগঞ্জ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, গজারিয়ায় রবিবার দুপুরে পলি ক্যাবলস ফ্যাক্টরিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বেলা ১২টার দিকে জেলার আনারপুরা এলাকার ওই ফ্যাক্টরিতে এ অগ্নিকা- ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
×