ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতা মুক্ত করতে উদ্যোগ নেয়া হবে ॥ খুলনা সিটি মেয়র

প্রকাশিত: ০৩:৫৪, ২১ জানুয়ারি ২০১৯

 জলাবদ্ধতা মুক্ত করতে উদ্যোগ নেয়া  হবে ॥ খুলনা  সিটি মেয়র

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয়ের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করতে হবে। কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। উন্নয়ন কাজ যেন টেকসই হয় সেজন্য স্থানীয় সংসদ সদস্যদের নিয়মিত মনিটরিং করতে হবে। তিনি বর্ষাকালে খুলনা সিটি কর্পোরেশন এলাকার রাস্তা মেরামতের কোন কাজ করতে না দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, খুলনাকে জলাবদ্ধতামুক্ত নগরী হিসেবে গড়ে তোলার জন্য ময়ূর নদীসহ ২২টি খালের অবৈধ দখল উচ্ছেদ করে পুনঃখননের উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় তিনি কোন রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে কেউ ভূমি দখলের চেষ্টা করলে তা কঠোর হাতে প্রতিহত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। তিনি রবিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এবং সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
×