ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষতিপূরণ দাবি

প্রকাশিত: ০৩:৫৫, ২১ জানুয়ারি ২০১৯

ক্ষতিপূরণ দাবি

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ২০ জানুয়ারি ॥ সৈয়দপুর থেকে নীলফামারীগামী মহাসড়কের ভূমি অধিগ্রহণে যথাযথ ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। রবিবার দুপুরে শহরের ওয়াপদা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় দুই হাজার বিভিন্ন ক্ষুদ্র দোকানি ও কর্মচারীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ীরা উন্নয়নের পক্ষে। সড়ক সম্প্রসারণের পক্ষে। এর জন্য আমাদের বলি করা হবে কেন? বর্তমান সরকার সড়ক সম্প্রসারণে ভূমি অধিগ্রহণে প্রত্যেককে তিনগুণ অর্থ দিয়ে জমি ক্রয় করছেন। একশ্রেণীর অসাধু কর্মকর্তা সার্ভের সময় পাকা দোকান ঘর টিনের ও আধাপাকা দেখিয়ে দর কমিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা করছে। এমনকি প্রকাশ্যে তারা আর্থিক লেনদেন করে অনেকের আধাপাকা দোকান ঘর পাকা দেখিয়ে দ্বিগুণ অর্থ প্রদান করছেন।
×